Liquor License: সহজেই এবার লিকার লাইসেন্স
রাজধানী দিল্লির ৯৭০টি ক্লাব, হোটেল ও রেস্তোরাঁয় মদ পরিবেশন করা হয়। এর জন্য আবগারি দফতরের অনুমোদন প্রয়োজন। আবগারি দফতরে আবেদন করার আগে পুর কর্তৃপক্ষ, শ্রম দফতর ও দিল্লি পুলিশের অনুমোদন লাগে। এতদিন আবেদনের প্রক্রিয়া জটিল ছিল। হসপিটালিটি সেক্টরকে চাঙ্গা করতে আবগারি লাইসেন্স দেবার প্রক্রিয়া সহজ হল রাজধানী দিল্লিতে।
রাজধানী দিল্লির ৯৭০টি ক্লাব, হোটেল ও রেস্তোরাঁয় মদ পরিবেশন করা হয়। এর জন্য আবগারি দফতরের অনুমোদন প্রয়োজন। আবগারি দফতরে আবেদন করার আগে পুর কর্তৃপক্ষ, শ্রম দফতর ও দিল্লি পুলিশের অনুমোদন লাগে। এতদিন আবেদনের প্রক্রিয়া জটিল ছিল। হসপিটালিটি সেক্টরকে চাঙ্গা করতে আবগারি লাইসেন্স দেবার প্রক্রিয়া সহজ হল রাজধানী দিল্লিতে। ক্লাব, হোটেল ও রেস্তোরাঁয় মদ্যপানের আবগারি লাইসেন্স পাবার প্রক্রিয়ার সরলীকরণ করছে দিল্লি সরকার। এর আগে এই অনুমোদন পেতে জেলার প্রশাসনিক কর্তাদের কাছে ৪টি ধাপে আবেদন জমা দিতে হত। এবার সেই প্রক্রিয়া ২টি ধাপে সম্পন্ন করবে দিল্লি সরকার। এতে বাঁচবে সময় সাশ্রয় হবে কাগজপত্র। আবাগারি দফতরের তরফে বলা হচ্ছে এতে আবেদনকারীদের সুবিধে হবে। দিল্লি আবগারি বিভাগের EASE OF DOING BUSINESS নীতিতেই লাইসেন্সিংয়ের সরলীকরণ।
Published on: Aug 20, 2023 07:01 PM