How To Get Rid Of Spam Call: স্প্যাম কল ঠেকানোর সহজ পন্থা

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 13, 2023 | 3:27 PM

অপরিচিত নম্বরের কল না ধরলেও, ব্লক করলেও, অন্য নম্বর থেকে কল আসে। কী করা উচিত এমন অবস্থায়? অচেনা নম্বরগুলি রিপোর্ট করা যায় । খুব সহজেই স্প্যাম কল থেকে মুক্তি পাওয়া যায় । স্প্যাম কল থেকে মুক্তির জন্য বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ আছে । কল ফরওয়ার্ড সার্ভিস এবং কল ব্যারিং ফিচারের সাহায্যে সহজেই স্প্যাম কল থেকে মুক্তি মেলে । ফোনে এই অপশন না থাকলেও সমাধান আছে

দিনে দিনে বাড়ছে স্প্যাম কল। অনেকেই স্প্যাম কলে জেরবার । ব্যাঙ্ক, ইন্সিওরেন্স বা অন্য সংস্থার নামে আসে স্প্যাম কল । অপরিচিত নম্বরের কল না ধরলেও, ব্লক করলেও, অন্য নম্বর থেকে কল আসে। কী করা উচিত এমন অবস্থায়? অচেনা নম্বরগুলি রিপোর্ট করা যায় । খুব সহজেই স্প্যাম কল থেকে মুক্তি পাওয়া যায় । স্প্যাম কল থেকে মুক্তির জন্য বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ আছে । কল ফরওয়ার্ড সার্ভিস এবং কল ব্যারিং ফিচারের সাহায্যে সহজেই স্প্যাম কল থেকে মুক্তি মেলে । ফোনে এই অপশন না থাকলেও সমাধান আছে । অ্যান্ড্রয়েড ফোনের উপরের ডানদিকে তিনটি ডট আছে । এতে ক্লিক করে কল হিস্ট্রি সিলেক্ট করুন । অজানা নম্বরের কলে ক্লিক করুন । স্ক্রিনের নীচে ব্লক বা রিপোর্ট স্প্যামে ট্যাপ করুন । যদি চান কোনও অচেনা নম্বর থেকেই ফোন আসবে না। তাহলে Phone অ্যাপে গিয়ে তিনটি বিন্দুতে ক্লিক করে সেটিংস-এ গিয়ে ব্লকড নম্বর সিলেক্ট করলে টগলটি চালু হবে । এতে ফোনে কোনও অচেনা নম্বর থেকে ফোন আসবে না। এই অপশন অন করলে কোনও অচেনা নম্বরের কল আর ফোনে ঢুকবে না । তবে এতে দরকারি অচেনা নম্বরও ব্লক হয়ে যাবে তাই এটা না করাই ভাল ।