Wifi PassWord: কীভাবে বাড়াবেন ওয়াইফাইয়ের নিরাপত্তা?
ইন্টারনেট ছাড়া আমাদের এক মুহূর্ত চলেনা। অনেকের বাড়িতে ওয়াইফাই আছে। ওয়াইফাই থাকলে একসঙ্গে অনেকগুলো ডিভাইস কানেক্ট করা যায়। অনেকের বাড়িতে ওয়াইফাই আছে। আপনার একটু ভুলে,হ্যাক হতে পারে ডেটা। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পাল্টে নিন।
ইন্টারনেট ছাড়া আমাদের এক মুহূর্ত চলেনা। অনেকের বাড়িতে ওয়াইফাই আছে। ওয়াইফাই থাকলে একসঙ্গে অনেকগুলো ডিভাইস কানেক্ট করা যায়। অনেকের বাড়িতে ওয়াইফাই আছে। আপনার একটু ভুলে,হ্যাক হতে পারে ডেটা। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পাল্টে নিন। ওয়াইফাইয়ের নেটওয়ার্কের নাম পাল্টানো উচিত। নেটওয়ার্কের নাম বদলের জন্য যেতে হবে উইন্ডোজ কমান্ড প্রম্পটে। সেখানে টাইপ করতে হবে ‘ipconfig’। ইন্টারনেট ব্রাউজারে গিয়ে আইপি অ্যাড্রেস সার্চ করতে হবে। তারপর ক্লিক করতে হবে রাউটারের লগ ইনে। WiFi সেটিংয়ে গিয়ে পাসওয়ার্ড এবং SSID পাল্টে নিন। অচেনা কাউকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেবেন না। সেখান থেকে হ্যাক হতে পারে আপনার ওয়াইফাই। ওয়াইফাই এনক্রিপশন চালু রাখতে হবে। বাড়িতে না থাকলে ওয়াইফাই বন্ধ করে রাখুন। ওয়াইফাই নেটওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়মিত ফার্মওয়্যার ডাউনলোড করুন। সাবধানে ইন্টারনেট ব্যবহার করতে হবে।