Simple Tricks to Make Money: কোটিপতি হবার সহজ সমীকরণ

Simple Tricks to Make Money: কোটিপতি হবার সহজ সমীকরণ

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 05, 2023 | 3:41 PM

কম টাকা জমিয়ে বেশি রিটার্ন কে না চান। একটি হিসাবে জানা যাচ্ছে ১ কোটিতে পৌঁছনোর সহজ সমীকরণ। এসআইপিতে বিনিয়োগ করলে সুদের হার বেশি পাওয়া যায়। মাসে ৩০,০০০ টাকা জমালে ১২ বছরে পাবেন ১ কোটি টাকা। ২০ বছরে টাকার অঙ্ক হবে ৩ কোটি।

কম টাকা জমিয়ে বেশি রিটার্ন কে না চান। একটি হিসাবে জানা যাচ্ছে ১ কোটিতে পৌঁছনোর সহজ সমীকরণ। এসআইপিতে বিনিয়োগ করলে সুদের হার বেশি পাওয়া যায়। মাসে ৩০,০০০ টাকা জমালে ১২ বছরে পাবেন ১ কোটি টাকা। ২০ বছরে টাকার অঙ্ক হবে ৩ কোটি। বিনিয়োগের অঙ্ক ১০% বাড়ালে ১০ বছরেই কোটিপতি হবেন। ১৬ বছরে জমানো টাকার অঙ্ক হবে ৩ কোটি। মাসে ১০,০০০ টাকা জমালে ১৫ বছরে পাবেন ১ কোটি টাকা।

মাসে ২০,০০০ টাকা জমালে ১২ বছরে পাবেন ১ কোটি টাকা। মাসে ২৫,০০০ টাকা জমালে ১০ বছরে ১০ মাস পাবেন ১ কোটি টাকা। মাসে ৩০,০০০ টাকা জমালে ১০ বছরে পাবেন ১ কোটি টাকা। মাসে ৪০,০০০ টাকা জমালে ৮ বছর ৮ মাসে পাবেন ১ কোটি টাকা।

মাসে ৫০,০০০ টাকা জমালে ৭ বছরে ৮ মাসে ১ কোটি টাকা। মাসে ৭৫,০০০ টাকা জমালে ৬ বছরে ১ মাসে পাবেন ১ কোটি টাকা। মাসে ১,০০,০০০ টাকা জমালে ৫ বছরে পাবেন ১ কোটি টাকা।