Fridge Maintenance: তীব্র গরমে ফ্রিজ ভাল রাখবেন কীভাবে?

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 27, 2023 | 6:27 PM

অনেক সময় ফ্রিজের দরজা ভাল করে বন্ধ করতে ভুলে যান। বাইরের গরম হাওয়া ফ্রিজের ভেতর ঢুকে যায়। ফ্রিজের ভেতরে গরম হাওয়া ঢুকে গিয়ে ফ্রিজ খারাপ হয়ে যেতে পারে। ফ্রিজের দরজা সব সময় ভাল করে বন্ধ করা উচিত। ফ্রিজের দরজায় যে রবার থাকে তা পরিষ্কার করা উচিত। অনেকদিন ধরে ফ্রিজ ব্যবহার করলে ফ্রিজের কয়েলে ধুলো পড়ে যায়

প্রচন্ড গরমে গলা ভেজাতে ভরসা ঠাণ্ডা জল। ফ্রিজের জল প্রচন্ড গরমে আমাদের তৃপ্তি দেয়। গরম কালে প্রায়ই দেখা যায় ফ্রিজ খারাপ হয়ে যাচ্ছে। সঠিক উপায় ফ্রিজ ব্যবহার করলে ঘনঘন ফ্রিজ খারাপ হবে না। ফ্রিজ ভাল রাখতে কী কী করবেন দেখে নিন। অনেক সময় ফ্রিজের দরজা ভাল করে বন্ধ করতে ভুলে যান। বাইরের গরম হাওয়া ফ্রিজের ভেতর ঢুকে যায়। ফ্রিজের ভেতরে গরম হাওয়া ঢুকে গিয়ে ফ্রিজ খারাপ হয়ে যেতে পারে। ফ্রিজের দরজা সব সময় ভাল করে বন্ধ করা উচিত। ফ্রিজের দরজায় যে রবার থাকে তা পরিষ্কার করা উচিত। অনেকদিন ধরে ফ্রিজ ব্যবহার করলে ফ্রিজের কয়েলে ধুলো পড়ে যায়। সেই ধুলো ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে। কখনোই ফ্রিজ খালি রাখা ভাল নয়। ফ্রিজে যত বেশি খাবার থাকবে, ফ্রিজ ততই ভাল কাজ করবে। ফ্রিজে খাবার যদি বেশি না থাকে, জল ভরেও ফ্রিজে রাখতে পারেন। ফ্রিজের তাপমাত্রা সব সময় ৩৬ থেকে ৪০ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে রাখা উচিত। ফ্রিজারের তাপমাত্রা ০ ফারেনহাইট রাখা দরকার।