Symptoms Of Cancer: ক্যানসার রুখতে জানুন একে
পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে জিনগত কারণে অনেকে ক্যানসারে আক্রান্ত হন। পরিবারে ক্যানসার না থাকলেও ক্যানসার হতে পারে। অস্বাস্থ্যকর লাইফস্টাইল ক্যানসার ডেকে আনে। ক্যানসারের সচেতনতা বাড়লে প্রথম ধাপেই ক্যানসারকে রোখা যায়। অনেকের ধারনা বেশি বয়সে মহিলাদের স্তনের ক্যানসার হয়।
পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে জিনগত কারণে অনেকে ক্যানসারে আক্রান্ত হন। পরিবারে ক্যানসার না থাকলেও ক্যানসার হতে পারে। অস্বাস্থ্যকর লাইফস্টাইল ক্যানসার ডেকে আনে। ক্যানসারের সচেতনতা বাড়লে প্রথম ধাপেই ক্যানসারকে রোখা যায়। অনেকের ধারনা বেশি বয়সে মহিলাদের স্তনের ক্যানসার হয়। আজকাল ৩০ বছরেই স্তন ক্যানসারে আক্রান্ত হবার ঘটনা জানা যাচ্ছে।
ভারতে ১৪% মহিলা স্তন ক্যানসারে আক্রান্ত। স্তন ক্যানসার সম্বন্ধে জানুন এবং সন্দেহ হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। সুরজের আলট্রা ভায়োলেট রশ্মিতে হয় ত্বকের ক্যানসার মেলানোমা। বেশি বয়সে মেলানোমার ঝুঁকি বাড়ে। ভারতীয় মহিলাদের মধ্যে প্রায় ২৯% জরায়ু মুখের ক্যানসারে আক্রান্ত। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে সারভাইকাল ক্যানসার হয়।
২০ থেকে ৫০ বছরের মহিলাদের মধ্যে এই ক্যানসারের প্রবণতা বেশি। অসুরক্ষিত যৌন সম্পর্ক সারভাইকাল ক্যানসারের অন্যতম কারণ। মহিলাদের মধ্যে থাইরয়েড ক্যানসারের প্রবণতা বেশি। গলার থাইরয়েড গ্রন্থির এই ক্যানসারের ঝুঁকি বয়সের সঙ্গে বাড়ে। প্রায় ৯% ভারতীয় পুরুষ প্রস্টেটের ক্যানসারে আক্রান্ত। প্রস্রাবে জ্বালা, রক্তপাত ও ব্যথা এড়িয়ে যাবেন না। ৪০ থেকে ৫০ বছর বয়সের মধ্যে এই ক্যানসারের লক্ষণ স্পষ্ট হয়।