Railway Ticket Transfer: ট্রেনে আপনার টিকিটে সফর করবেন অন্য কেউ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 29, 2023 | 5:58 PM

অনেক সময়ে বিশেষ কারনে শেষ মুহূর্তে বাতিল করতে হয় ট্রেন যাত্রা। ট্রেনের টিকিট কেটে ক্যানসেল না করেই তা হস্তান্তরিত করা যায় পরিচিত কাউকে। তিনি সেই টিকিটে বৈধ ভাবে রেলযাত্রা করতে পারেন। এর জন্য নির্দিষ্ট নিয়ম আছে রেলের। কী করতে হবে জানেন?

অনেক সময়ে বিশেষ কারনে শেষ মুহূর্তে বাতিল করতে হয় ট্রেন যাত্রা। ট্রেনের টিকিট কেটে ক্যানসেল না করেই তা হস্তান্তরিত করা যায় পরিচিত কাউকে। তিনি সেই টিকিটে বৈধ ভাবে রেলযাত্রা করতে পারেন। এর জন্য নির্দিষ্ট নিয়ম আছে রেলের। কী করতে হবে জানেন? ৪৮ থেকে ২৪ ঘণ্টা আগে আবেদন করা যায়। যাত্রী সরকারি চাকুরে হলে বা কোনও বিয়ের অনুষ্ঠানে গেলে আবেদন করুন ৪৮ ঘণ্টা আগে।

টিকিটের প্রিন্ট আউট নিয়ে স্টেশনে যান। যাকে টিকিট দিতে চান তাঁর সচিত্র সরকরি পরিচয়পত্র লাগবে। ভোটার কার্ড, আধার কার্ড,প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স জাতীয় পরিচয়পত্র লাগবে। তারপর আবেদন করুন টিকিট ট্রান্সফারের। খুব সহজেই টিকিট হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনার টিকিটেই সফর করতে পারবেন আপনার পরিচিত যে কেউ । আর সেই সফর রেলওয়ে আইন অনুসারে সম্পূর্ণ রূপে বৈধ।