Liver Problem: মুখ দেখে বুঝবেন কীভাবে লিভারের সমস্যা!

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 24, 2023 | 4:16 PM

Fatty Liver: প্রতি বছর ১৯ এপ্রিল পালন করা হয় বিশ্ব লিভার দিবস। আজকাল অধিকাংশই ফ্যাটি লিভারের সমস্যার শিকার। ফ্যাটি লিভার দু রকমের হয়,অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের জন্য দায়ী হল আমাদের রোজকারের জীবনযাত্রা। ফ্যাটি লিভারের সমস্যা হলে ক্ষুধা মন্দা,বমি বমি ভাব,অ্যাসিডিটি এসব তো থাকেই। ফ্যাটি লিভার হলে মুখ ফোলা দেখায়।

প্রতি বছর ১৯ এপ্রিল পালন করা হয় বিশ্ব লিভার দিবস। আজকাল অধিকাংশই ফ্যাটি লিভারের সমস্যার শিকার। ফ্যাটি লিভার দু রকমের হয়,অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের জন্য দায়ী হল আমাদের রোজকারের জীবনযাত্রা। ফ্যাটি লিভারের সমস্যা হলে ক্ষুধা মন্দা,বমি বমি ভাব,অ্যাসিডিটি এসব তো থাকেই। ফ্যাটি লিভার হলে মুখ ফোলা দেখায়। লিভারে কোনও সমস্যা হলে সঠিক পরিমাণ প্রোটিন তৈরি হয় না। ঘাড়ে ভাঁজ পড়া এবং কালো হয়ে যাওয়া কিন্তু ফ্যাটি লিভারের লক্ষণ। ফ্যাটি লিভারের সমস্যা হলে অগ্ন্যাশয় থেকে যথেষ্ট পরিমাণ ইনসুলিন তৈরি হয় না। তখন রক্তে শর্করার পরিমাণ বাড়তে থাকে। এর ফলে অ্যাকন্থোসিস নাইগ্রিকানস রোগ হয়। এর ফলে ঘাড়ে ভাঁজ পড়ে আর জায়গাচি কালো হয়ে যায়। ত্বকে একরকম লাল দাগ দেখা দেয় যা ফ্যাটি লিভারের লক্ষণ। ত্বকে এই লাল-সাদা ছোপ চিকিৎসা পরিভাষায় রোসোসিয়া নামে পরিচিত। এছাড়াও ফ্যাটি লিভার হলে মুখের চারপাশে ফুসকুড়ি দেখা দেয়। ফ্যাটি লিভার হলে সারাক্ষণ পিঠ চুলকাতে থাকে। শুধু পিঠে নয় সেই চুলকানি মুখেও থাকে। এরকম হলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন।

Published on: Apr 23, 2023 11:19 PM