Sachin Tendulkar Birthday: পঞ্জাব কিংস-মুম্বইয়ের ম্যাচের ইনিংসের মাঝে কেক কেটে আগাম বার্থ ডে সেলিব্রেট সচিনের
Sachin Tendulkar: ২২ এপ্রিল ছিল সচিনের শারজা ঝড়ের ২৫ বছর পূর্তি। ১৯৯৮ সালে শারজাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩১ বলে ১৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন সচিন। সেই ইনিংসের ২৫ বছর পূর্তিরও সেলিব্রেশন হল। মুম্বইয়ে এই উপলক্ষে একটি অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন সচিন।
১৬তম আইপিএলে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাস্টার ব্লাস্টারের জন্মদিন সেলিব্রেশন। পঞ্জাব কিংস-মুম্বইয়ের ম্যাচের ইনিংসের মাঝে কেক কেটে আগাম বার্থ ডে সেলিব্রেট করলেন সচিন। ২০০৮ থেকে ২০১৩ সাল অবধি ছবছর মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে খেলেন সচিন । বর্তমানে তিনি এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন। ১০ বছর আগে সচিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসের দশম ওভার শেষে গ্যালারিতে সকলকে ‘সচিন, সচিন’ রব তোলার জন্য আহ্বান করা হয়। একইসঙ্গে ২২ এপ্রিল ছিল সচিনের শারজা ঝড়ের ২৫ বছর পূর্তি। ১৯৯৮ সালে শারজাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩১ বলে ১৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন সচিন। সেই ইনিংসের ২৫ বছর পূর্তিরও সেলিব্রেশন হল। মুম্বইয়ে এই উপলক্ষে একটি অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন সচিন।
Published on: Apr 24, 2023 01:49 PM