Jalpaiguri News: অভিযান চালিয়ে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করলো জলপাইগুড়ি জেলা পুলিশর টিম

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 10, 2023 | 8:01 PM

মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি জেলা পুলিশের আধিকারিকদের কাছে খবর আসে ৩১ নং জাতীয় সড়ক ধরে শিলং থেকে পাটনায় পাচার করা হচ্ছে বিপুল পরিমান গাঁজা। খবর পেয়ে জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিত নগর এলাকায় নাকা চেকিং শুরু করে পুলিশ। এরপর নির্দিষ্ট নম্বরের লড়িটি আসতেই দাঁড় করিয়ে শুরু হয় তল্লাশী

লড়িতে চোরা কুঠুরি বানিয়ে পাচার হচ্ছিলো গাঁজা।অভিযান চালিয়ে পাকড়াও করলো পুলিশ।গ্রেফতার দুই পাচারকারী। অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করলো জলপাইগুড়ি জেলা পুলিশর টিম। মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি জেলা পুলিশের আধিকারিকদের কাছে খবর আসে ৩১ নং জাতীয় সড়ক ধরে শিলং থেকে পাটনায় পাচার করা হচ্ছে বিপুল পরিমান গাঁজা। খবর পেয়ে জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিত নগর এলাকায় নাকা চেকিং শুরু করে পুলিশ। এরপর নির্দিষ্ট নম্বরের লড়িটি আসতেই দাঁড় করিয়ে শুরু হয় তল্লাশী। তল্লাশীতে লড়ির গোপন কুঠুরি থেকে উদ্ধার হয় এক এক করে ১৫ টি বড় সাইজের প্যাকেট। এরপর ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে সেগুলিকে ওজন করলে প্রায় ১২০ কিলো গাঁজা উদ্ধার হয়। ঘটনায় গাঁজা পাচারের অভিযোগে জামসেদ খান ও সামসের আলী নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে বলে জানা গেছে।