Eschscholtz Atoll: প্রশান্ত মহাসাগরের এই দ্বীপ মৃত্যুকূপ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 30, 2023 | 7:58 PM

Bikini Atoll: সিজিয়ামের দূষণে এই দ্বীপ দুষিত। নাগাসাকির চেয়েও বেশি এখানকার তেজস্ক্রিয় বিকিরণ

মৃত্যুর খাসমহল এই দ্বীপ। নাম অ্যাটল ডি বিকিনি প্রবাল দ্বীপপুঞ্জ। এই দ্বীপ আসলে মৃত্যুকূপ। পারমানবিক বিস্ফোরণের দুষকে পরিপূরণ এই দ্বীপ। ১৯৪৬-১৯৫৮র মধ্যে এখানে ২০ টি হাইড্রোজেন বোমা সহ মোট ২৩টি পারমানবিক বোমার পরীক্ষা হয়। পরীক্ষা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। তখন দ্বীপের ১৬৭ জন বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয় মার্কিন সেনা। ১৯৬০এ দ্বীপের বাসিন্দারা ফেরত আসেন। সেই থেকে সিজিয়ামের দূষণে এই দ্বীপ দুষিত। নাগাসাকির চেয়েও বেশি এখানকার তেজস্ক্রিয় বিকিরণ। সিজিয়াম ১৩৭ এর প্রভাবে এখানের মানুষদের শরীরে ৭৫% বেশি। ২০১০এ এই দ্বীপ বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত হয়। ২০১৭এ একটি গবেষণায় দেখা যায় এখানকার বিস্ফোরণের ধ্বংসাবশেষ ৬৫ কিমি ওপরে ওঠে।