Newton’s Third Law: শুক্রাণুর গতিতে ফেল নিউটনের ৩য় সূত্র

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 11, 2023 | 6:57 PM

Sperm Breaking Newton's Law: একটি গবেষণার দাবি নিউটনের তৃতীয় গতির সূত্র ভাঙছে শুক্রাণুর গতি। স্টকহোম ও ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের এনএইচএস ট্রাস্টের গবেষণায় উঠে আসে এই তথ্য। যৌন মিলনে শুক্রাণু স্ত্রীদেহে প্রবেশ করে ডিম্বাণুর দিকে সাঁতারে যায়। লাখ লাখ শুক্রাণু দেহ বিকৃত করে ডিম্বাণুর দিকে ধেয়ে যায়। সেই সময়ে পার্শ্ববর্তী কোনও অবস্থাই শুক্রাণুর ওপরে প্রভাব ফেলে না।

একটি গবেষণার দাবি নিউটনের তৃতীয় গতির সূত্র ভাঙছে শুক্রাণুর গতি। স্টকহোম ও ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের এনএইচএস ট্রাস্টের গবেষণায় উঠে আসে এই তথ্য। যৌন মিলনে শুক্রাণু স্ত্রীদেহে প্রবেশ করে ডিম্বাণুর দিকে সাঁতারে যায়। লাখ লাখ শুক্রাণু দেহ বিকৃত করে ডিম্বাণুর দিকে ধেয়ে যায়। সেই সময়ে পার্শ্ববর্তী কোনও অবস্থাই শুক্রাণুর ওপরে প্রভাব ফেলে না। শুক্রাণুর গতি ও অভিমুখ নির্ধারণ করে এককোষী শুক্রাণুর লেজের মতো অংশ ফ্ল্যাজেলা। বিজ্ঞানীরা দেখেন শুক্রাণুর সাঁতারের সময়ে ফ্ল্যাজেলায় কোনও রকমের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখা যায় না। তাই বিজ্ঞানীদের দাবি নিউটনের ৩য় সূত্র লঙ্ঘিত হয়েছে শুক্রাণুর গতিতে। এক্ষেত্রে ফ্ল্যাজেলামের স্থিতিস্থাপকতা এই গতিকে নিয়ন্ত্রণ করে। নিষেকের জন্য উপযুক্ত শুক্রাণু বেছে নেয় ডিম্বাণু। ডিম্বাণুর রাসায়নিক সংকেতেই ছুট দেয় ডিম্বাণু।