Double Decker Train: যাত্রীরা চড়বেন দোতলা মালগাড়িতেই

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 19, 2023 | 3:57 PM

আইসিএফ কাপুরথালা ডিজাইন করেছে একটি বিশেষ ডবল ডেকার কোচ। ৬ টন কার্গো ও ৪৬ জন যাত্রী বহন করতে পারবে এই বিশেষ ট্রেনের এক একটি কোচ। এই বিশেষ ট্রেনের একটি কোচ তৈরির খরচ ২.৭০ কোটি থেকে ৩ কোটি টাকা।

আইসিএফ কাপুরথালা ডিজাইন করেছে একটি বিশেষ ডবল ডেকার কোচ। ৬ টন কার্গো ও ৪৬ জন যাত্রী বহন করতে পারবে এই বিশেষ ট্রেনের এক একটি কোচ। এই বিশেষ ট্রেনের একটি কোচ তৈরির খরচ ২.৭০ কোটি থেকে ৩ কোটি টাকা। কোচের ওপরের ডেকে যাত্রীদের আসন আর নিচের ডেকে প্যান্ট্রি, শৌচাগার ও কার্গো। আগস্টেই চালু হবে এই ট্রেন। অতিমারির সময়ে এই ট্রেনের ডিজাইন করা হয়। বিমানের পণ্য পরিবহনের ধারণাকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে এই ট্রেন। ট্রায়াল রানে কোচ গুলি উত্তীর্ণ হলে এই রকম ২০ কোচের ট্রেন চালাবে ভারতীয় রেল। ২০২২-২৩ অর্থবর্ষে ভারতীয় রেলওয়ে পণ্য পরিবহনে ১.৬২ লক্ষ কোটি টাকার রাজস্ব আয় করেছে। পণ্য পরিবহনে রেলের আয় গত বছরের তুলনায় ১৫% বেড়েছে।