Indian Car Market: সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে…
আমাদের দেশে সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজার বড় হচ্ছে। নতুন গাড়ির থেকে সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক্রি বেশি। এই ধরনের গাড়ি কিনতে গেলে কয়েকটি বিষয় মাথায় রাখুন। গাড়িটির সম্পর্কে খোঁজখবর নিন। একটু অসচেতন হলেই প্রতারণার কবলে পড়বেন। দেখুন গাড়িতে কোনও যান্ত্রিক সমস্যা আছে কিনা। যান্ত্রিক ত্রুটিযুক্ত গাড়ি দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। গাড়ির সার্ভিস রেকর্ড যাচাই করুন।
আমাদের দেশে সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজার বড় হচ্ছে। নতুন গাড়ির থেকে সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক্রি বেশি। এই ধরনের গাড়ি কিনতে গেলে কয়েকটি বিষয় মাথায় রাখুন। গাড়িটির সম্পর্কে খোঁজখবর নিন। একটু অসচেতন হলেই প্রতারণার কবলে পড়বেন। দেখুন গাড়িতে কোনও যান্ত্রিক সমস্যা আছে কিনা। যান্ত্রিক ত্রুটিযুক্ত গাড়ি দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। গাড়ির সার্ভিস রেকর্ড যাচাই করুন। সার্ভিস রেকর্ডে গাড়ির কোনও পার্টস সারানো হলে তাও জানা যাবে। গাড়ি ভাল করে পরীক্ষা করুন। গাড়ির গায়ে ডেন্টিং বা উইন্ড স্ক্রিন ভাঙা থাকলে সতর্ক হোন। সেই গাড়ি দুর্ঘটনায় পড়েনি তো? দুর্ঘটনার ইতিহাস জানতে RTO র ওয়েবসাইটে খোঁজ করুন। দুর্ঘটনার ইতিহাস জানতে পারবেন। গাড়িটি স্ক্র্যাপড ভেহিকল কিনা যাচাই করুন। ইন্সিওরেন্স, ফাইন সব ঠিকঠাক আছে কিনা দেখে নিন। সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রির সময়ে সমস্যা যুক্ত পার্টস বিক্রেতাকে দিয়ে সারিয়ে নিন। সেকেন্ড হ্যান্ড গাড়ির রিসেল ভ্যালু হুহু করে কমে। ভাল করে দেখে শুনে তবেই পুরনো গাড়ি কিনুন।