Bankura Sand Smuggling: বালিপাচার রুখল গ্রামবাসী!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 19, 2023 | 3:11 PM

বর্ষার বৃষ্টি শুরু হতেই জুলাইয়ের গোড়ায় বাঁকুড়ার নদীগুলি থেকে বালি উত্তোলন ও খনন বন্ধ করে বাঁকুড়া জেলা প্রশাসন। এরফলে অন্যান্য বালিঘাটের মতো দারকেশ্বর নদের উপর থাকা বাঁকুড়ার জয়পুর থানার বেলেখালি ঘাট থেকেও বালি তোলায় নিষেধাজ্ঞা জারি হয়।

বর্ষার জন্য বাঁকুড়া জেলার সর্বত্রই নদীগর্ভ থেকে বালি খনন ও উত্তোলন নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে সেই নিষেধাজ্ঞা মাইকে প্রচারও করা হয়েছে। কিন্তু কে শোনে কার কথা। ভরা বর্ষায় রমরমিয়ে দিনের আলোয় ট্রাক্টরে বোঝাই করে চলছিল বালি পাচার। খবর পেতেই গ্রামবাসীরা বালি বোঝাই ট্রাক্টর আটকে ফেটে পড়ল বিক্ষোভে। গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটে বাঁকুড়ার বেলেখালি গ্রামে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালি বোঝাই ট্রাক্টর দুটি আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে বর্ষার বৃষ্টি শুরু হতেই জুলাইয়ের গোড়ায় বাঁকুড়ার নদীগুলি থেকে বালি উত্তোলন ও খনন বন্ধ করে বাঁকুড়া জেলা প্রশাসন। এরফলে অন্যান্য বালিঘাটের মতো দারকেশ্বর নদের উপর থাকা বাঁকুড়ার জয়পুর থানার বেলেখালি ঘাট থেকেও বালি তোলায় নিষেধাজ্ঞা জারি হয়। কিন্তু নিষেধাজ্ঞা জারি হতেই একশ্রেনীর বালি মাফিয়ার দৌরাত্ম বাড়তে শুরু করে এলাকায়। কখনো রাতের অন্ধকারে আবার কখনো প্রকাশ্যে ট্রাক্টরে বালি বোঝাই করে তা পাচার করা হচ্ছে অন্যত্র। এলাকার মানুষের চোখে ধুলো দিতে বালি বোঝাই ট্রাক্টরের ট্রলিতে থাকা বালির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে মাটি। বেশ কিছুদিন ধরে এই অবৈধ কারবার চলার পর গতকাল বিকেলে বেলেখালি গ্রামের মানুষ একজোট হয়ে বালি পাচার রুখতে পথে নামে। বালি বোঝাই চারটি ট্রাক্টর আটকানোর চেষ্টা হয়। দুটি ট্রাক্টর কোনোক্রমে বালি ফেলে অন্যত্র পালিয়ে যেতে সক্ষম হলেও দুটি ট্রাক্টরকে ধরে ফেলেন এলাকাবাসী। পরে খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক হওয়া বালি বোঝাই ট্রাক্টর দুটিকে আটক করে থানায় নিয়ে যায়। গ্রামবাসীদের প্রশ্ন প্রশাসনিক নিষেধাজ্ঞায় যেখানে নিজেদের প্রয়োজনে এক ভ্যান রিক্সা বালিও তুলতে পারছেন না স্থানীয় মানুষ সেখানে কোন প্রভাবশালীদের মদতে মাফিয়ারা দিনের পর দিন এভাবে অবৈধভাবে বালি পাচার করে চলেছে? মুখে কুলুপ এঁটেছে প্রশাসন।