PM Narendra Modi in America: মার্কিন রেস্তোরাঁয় ‘মোদীজি থালি’!

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Jun 18, 2023 | 7:41 PM

Narendra Modi: ২০২৩ সালের ২১ জুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় সফরের জন্য যাবেন আমেরিকায়। মার্কিন মুলুকে প্রধানমন্ত্রীর জন্য করা হচ্ছে এলাহি ব্যবস্থা। সেখানে প্রধানমন্ত্রী অংশ নেবেন নৈশভোজে।

২০২৩ সালের ২১ জুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় সফরের জন্য যাবেন আমেরিকায়। মার্কিন মুলুকে প্রধানমন্ত্রীর জন্য করা হচ্ছে এলাহি ব্যবস্থা। সেখানে প্রধানমন্ত্রী অংশ নেবেন নৈশভোজে। সেখানে থাকবে ‘মোদীজি থালি’। এই থালি প্রধানমন্ত্রীকে উৎসর্গ করা হবে। এই থালিটি রান্নার জন্য প্রধান দায়িত্বে আছেন শেফ শ্রীপদ কুলকার্নি। এই থালিতে থাকবে খিচুড়ি, রসগোল্লা। এছাড়াও এই থালিতে পাওয়া যাবে ইডলি, কাশ্মীরি আলুর দম, ধোকলা।
এই থালিটি প্রবাসী ভারতীয়দের খুবই পছন্দের। এই থালিতে থাকবে বাজরার তৈরি খাবারও। এই থালির জনপ্রিয়তার ব্যাপারে রেস্তোরাঁর মালিক খুবই আশাবাদী। এই থালির পর আরও একটি বিশেষ থালি আনা হবে। এই থালি আনা হবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের জন্য। ‘মোদীজি থালি’ জনপ্রিয়তা পাওয়ার পর এই থালি আনা হবে। ২০১২ সালে দিল্লিতে ‘৫৬ ইঞ্চি মোদীজি থালি’ বেশ জনপ্রিয়তা পায়। প্রধানমন্ত্রীর জন্মদিনের আগে এই থালি আনা হয়েছিল।