Indian Airlines: দেশে নতুন রেকর্ড অভ্যন্তরীণ বিমানের, এক দিনে ৪,৫৬,০৮২ জন যাত্রী নিয়ে উড়েছে বিমান

May 06, 2023 | 2:12 PM

ATC: দেশে নতুন রেকর্ড অভ্যন্তরীণ বিমানের । এক দিনে ৪৫৬,০৮২ জন যাত্রী নিয়ে উড়েছে বিমান। এই নয়া ৩০ এপ্রিল এই রেকর্ড হয়েছে। একটি পরিসংখ্যানে গোটা বিষয়টি স্পষ্ট করা যেতে পারে।

দেশে নতুন রেকর্ড অভ্যন্তরীণ বিমানের । এক দিনে ৪৫৬,০৮২ জন যাত্রী নিয়ে উড়েছে বিমান। এই নয়া ৩০ এপ্রিল এই রেকর্ড হয়েছে। একটি পরিসংখ্যানে গোটা বিষয়টি স্পষ্ট করা যেতে পারে। ২০২৩ সালে অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলি প্রায় ৩৭.৫ মিলিয়ন যাত্রী পরিবহণ করেছে প্রথম ৩ মাসে। রিপোর্টে দেখা গিয়েছে,আগের বছরের থেকে এই সংখ্যা ৫১ .৭% বেড়েছে । বিশেষজ্ঞরা মত, কোভিডের সময়ে মানুষ খুব একটা বাইরে যেতে পারে নি। কিন্তু কোভিডের দাপট কমায় মানুষ সাহস পেয়েছে। বেশি সংখ্যক যাত্রী দেখা যাচ্ছে অভ্যন্তরীণ বিমানে। যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলেও ভারতীয় বিমানগুলির অবস্থা মোটেই ভাল না। বিমানের জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে অনেক। একাধিক কারণে এই সেক্টরটির অবস্থা ভাল না। আগামী বছরে প্রায় ১,১০০টি বিমান আসার অপেক্ষায় ভারতীয় বিমান সংস্থাগুলি। বোয়িং এবং এয়ার ইন্ডিয়া এয়ারবাস থেকে ৪৭০ টি জেটের চুক্তি ঘোষণা হয়েছে। ভারতীয় দৃষ্টিকোণ থেকে এই চুক্তি নয়া রেকর্ড গড়ল ।