India And USA: আমেরিকাকে টেক্কা দিল ভারত!
জানেন সারা বিশ্বে সব থেকে বেশি কোন দেশ শান্তিপূর্ণ? GPI একটি তালিকা সামনে এনেছে। ১৬৩টি দেশের মধ্যে সমীক্ষা করা হয়েছে । সেই তালিকাতে আছে ভারতের নামও। GPI-র তালিকায় প্রথম স্থানে আছে আইসল্যান্ড।
বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় আমেরিকার ওপরে ভারত। জানেন সারা বিশ্বে সব থেকে বেশি কোন দেশ শান্তিপূর্ণ? GPI একটি তালিকা সামনে এনেছে। ১৬৩টি দেশের মধ্যে সমীক্ষা করা হয়েছে । সেই তালিকাতে আছে ভারতের নামও। GPI-র তালিকায় প্রথম স্থানে আছে আইসল্যান্ড। ২০১৮ থেকে আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকাতে আছে। আয়ারল্যান্ড, অস্ট্রিয়া ও ডেনমার্কের নাম তার পরের দিকে আছে। ৮ বার আফগানিস্তান সব থেকে অশান্ত দেশের তকমা পেয়েছে। আফগানিস্তানের থেকে তুলনা কম অশান্ত ৩টি দেশ আছে। সেই দেশগুলি হল ইয়েমেন, সিরিয়া, দক্ষিণ সুদান। শান্তিপূর্ণ দেশের তালিকাতে ভারত আছে ১২৬ তম স্থানে। তবে ভারতে আগের থেকে শান্তি বেড়েছে ৩.৫%। পাকিস্তান আছে ১৪৬ নম্বরে। মার্কিন যুক্তরাষ্ট্র আছে ১৩১ নম্বরে। এই তালিকাতে বেজিংয়ের স্থান ৮০। নেপাল আছে ৭৯ নম্বরে। ১০৭ নম্বরে আছে শ্রীলঙ্কা।