India On BRI Of China: ভারত আরব যুক্ত রেল-জাহাজ পথে

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 05, 2023 | 6:09 PM

বিশাল এক যৌথ উদ্যোগে যুক্ত আমেরিকার সঙ্গে ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরশাহি। এই উদ্যোগে রেল ও জাহাজ যোগাযোগের মাধ্যমে আমেরিকা যুক্ত হতে চায় ভারতের সঙ্গে। চিনের বেল্ট এন্ড রোড প্রকল্প ইতিমধ্যেই আফগানিস্তান পর্যন্ত চলে এসেছে। হোয়াইট হাউস তিন দেশের নিরাপত্তা উপদেষ্ঠা ও সৌদি আরবের প্রধানমন্ত্রীকে নিয়ে বৈঠক করেছে। ত্রিদেশীয় একটি বিশাল রেলওয়ে নেটওয়ার্ক আসতে চলেছে। পণ্য পরিবহনে নিরাপদ ও সমৃদ্ধ সংযুক্তির কারণে ব্যবহৃত হবে এই নেটওয়ার্ক। জাহাজ পথে এবং বন্দরের সাহায্যে এই বিশাল রেল যোগাযোগ যুক্ত হবে ভারতের সঙ্গেও

চিনের বেল্ট এন্ড রোডের মোকাবিলায় আইটুইউটু গোষ্ঠীর নতুন উদ্যোগ। বিশাল এক যৌথ উদ্যোগে যুক্ত আমেরিকার সঙ্গে ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরশাহি। এই উদ্যোগে রেল ও জাহাজ যোগাযোগের মাধ্যমে আমেরিকা যুক্ত হতে চায় ভারতের সঙ্গে। চিনের বেল্ট এন্ড রোড প্রকল্প ইতিমধ্যেই আফগানিস্তান পর্যন্ত চলে এসেছে। হোয়াইট হাউস তিন দেশের নিরাপত্তা উপদেষ্ঠা ও সৌদি আরবের প্রধানমন্ত্রীকে নিয়ে বৈঠক করেছে। ত্রিদেশীয় একটি বিশাল রেলওয়ে নেটওয়ার্ক আসতে চলেছে। পণ্য পরিবহনে নিরাপদ ও সমৃদ্ধ সংযুক্তির কারণে ব্যবহৃত হবে এই নেটওয়ার্ক। জাহাজ পথে এবং বন্দরের সাহায্যে এই বিশাল রেল যোগাযোগ যুক্ত হবে ভারতের সঙ্গেও। ভারত মধ্যপ্রাচ্যে শ্রমের অন্যতম রপ্তানিকারি দেশ। ভারত ভোগ্যপণ্য আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে। ২০২১এ এই ফোরামের জন্ম। শেষ ১৮ মাস ধরে এই বিশাল নেটওয়ার্কে যুক্ত হয়েছে নয়া দিল্লি। আন্তর্জাতিক কূটনীতি বিশেষজ্ঞদের মতে লাল ড্রাগনের মোকাবিলায় আমেরিকার এই পদক্ষেপ। মধ্যপ্রাচ্যে উৎপাদিত শক্তির অন্যতম গ্রাহক ভারত। শক্তির জন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে মরুদেশের ওপরে অনেকটা নির্ভরশীল ছিল ভারত। মে মাসের শুরুতে এক বৈঠকে মিলিত হন চার রাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। ছিলেন আমেরিকার জেক সালিভান সোদি আরবের শাহজাদা মহম্মদ বিন সলমন। সংযুক্ত আরব আমিরাশাহির শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান আর ভারতের অজিত ডোভাল।