Bullet Train In India: কবে চলবে দেশের প্রথম বুলেট ট্রেন?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 25, 2023 | 7:23 PM

ভারতে খুব শীঘ্রই শুরু হবে বুলেট ট্রেন। মুম্বই-আহমেদাবাদ রুটে চালানো হবে বুলেট ট্রেনটি। তৈরি করা হচ্ছে হাই স্পিড রেল করিডর। বুলেট ট্রেনটি থামবে ১২টি স্টেশনে। সেগুলি হল ভদোদরা, ভারুচ, সুরাট, বোইসার,সবরমতী, ভিরার, থানে, আনন্দ, কালুপুর,মুম্বই,ভাপি,বিলিমোরা। ২০২৬ সালে চালু হতে পারে মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেনটি।

ভারতে খুব শীঘ্রই শুরু হবে বুলেট ট্রেন। মুম্বই-আহমেদাবাদ রুটে চালানো হবে বুলেট ট্রেনটি। তৈরি করা হচ্ছে হাই স্পিড রেল করিডর। বুলেট ট্রেনটি ৫০৮ কিলোমিটার পথ অতিক্রম করবে। বুলেট ট্রেনটি থামবে ১২টি স্টেশনে। সেগুলি হল ভদোদরা, ভারুচ, সুরাট, বোইসার,সবরমতী, ভিরার,আনন্দ,থানে,কালুপুর,মুম্বই,ভাপি,বিলিমোরা । ২০২৬ সালে চালু হতে পারে মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেনটি। ট্রেনের গতি থাকবে ঘন্টায় ৩২০ কিলোমিটার। যাত্রীদের নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে উন্নত প্রযুক্তি। জাপানি শিনকানসেন প্রযুক্তিতে চালানো হবে এই ট্রেনটি। রেল করিডোর বানাতে খরচ হবে প্রায় ২ লাখ কোটি টাকা। ২০১৫ সালে এই রুটে বুলেট ট্রেনের ব্যাপারে চিন্তা ভাবনা করা হয়। তখন এই প্রকল্পের আনুমানিক খরচ প্রায় ১ লক্ষ ৮ হাজার কোটি টাকা স্থির করা হয়। তবে বর্তমানে সেই খরচ আরও বাড়বে মনে করা হচ্ছে।

Published on: Aug 25, 2023 07:20 PM