Ishant Sharma: দুই পেসারের পার্টনারশিপ
ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার ইশান্ত শর্মা। কয়েক বছর তিনি কোনও সুযোগই পাচ্ছেন না। ২০২১ নভেম্বরে ৩৪ বছর বয়সে ইশান্ত শেষবার ভারতের হয়ে টেস্ট খেলেন। সম্প্রতি ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি জাহির খানের সঙ্গে ধারাভাষ্য দেন।
ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার ইশান্ত শর্মা। কয়েক বছর তিনি কোনও সুযোগই পাচ্ছেন না। ২০২১ নভেম্বরে ৩৪ বছর বয়সে ইশান্ত শেষবার ভারতের হয়ে টেস্ট খেলেন। সম্প্রতি ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি জাহির খানের সঙ্গে ধারাভাষ্য দেন। কমেন্ট্রি করতে গিয়ে তুলে ধরা হয় তাঁদের টেস্ট কেরিয়ারের পরিসংখ্যান। দেখা যায় দুই পেস বোলারের বেশ কিছু মিল। ইশান্ত শর্মার টেস্ট ডেবিউ ২০০৭ এ। ইশান্ত ১০৫ টি টেস্টে নেন ৩১১ টি উইকেট। জাহির খান টেস্টে ডেবিউ করেন ২০০০ এ। জাহির ৯২ টি টেস্টে নেন ৩১১ টি উইকেট। জাহির ইনিংসে ৫ উইকেট নেন ১১ বার। জাহির এক ইনিংসে ১০ উইকেট নেন একবার। ভারতের মাটিতে জাহিরের ১০৪ টি ও বিদেশে ২০৭ টি উইকেট আছে। ইশান্ত শর্মার আন্তর্জাতিক ক্রিকেট যাত্রা শুরু ১৯ বছর বয়সে। তিনি ১৪টি আন্তর্জাতিক টি-২০ ও ৮০টি ওয়ান ডে ম্যাচ খেলেন। উইকেট- টি-২০তে ৮ টি, ওয়ান ডেয় ১১৫ টি। জাহির খান ১২ বছর আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করেন। ২০০ টি ওয়ান ডে ম্যাচে ২৮১ টি উইকেট জাহিরের। জাহিরের ১৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে উইকেট ১৭। ২০১১ র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জাহিরের।