Jajpaiguri BJP: বিজেপির কর্মীর দোকান পোড়ালো তৃণমূল!
বিজেপি কর্মীর দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। অভিযোগ করেছেন রংধামালী বিজলি পাড়ার বাসিন্দা দিলীপ কুমার দাস।
বিজেপি কর্মীর দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের। জলপাইগুড়ি কোতোয়ালি থানার অধীনে থাকা রংধামালী বিজলি পাড়ার বাসিন্দা দিলীপ কুমার দাস। তার অভিযোগ গত কয়েকদিন ধরে তার চরম ক্ষতি করা হবে বলে তাকে হুমকি দিচ্ছিলেন তৃনমূল কর্মীরা। এরপর গতকাল রাতে তার পোলট্রি সামগ্রী বিক্রির দোকানে দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় থানার দারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন দিলীপ বাবু। অপরদিকে তাদের বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ অস্বীকার করে তৃনমূলের জেলা কমিটির সদস্য তপন ব্যানার্জী বলেন তৃনমূল কর্মীরা কখনোই এই জাতীয় কাজের সাথে যুক্ত থাকতে পারেনা। উনারা থানার দারস্থ হয়েছেন। পুলিশ তদন্ত করবে। আইন আইনের পথে চলবে।
Published on: Jul 27, 2023 09:23 PM