Anand Mahindra Viral Video: সুরেলা সড়ক!
বিশ্বের বেশ কটি দেশে রাস্তা গান গায়। গাড়ি চালালে শোনা যায় সেই 'সং অফ রোড'। যেন পথই গাইছে গান। রীতিমত কানে শোনা যায় সুর। আছে ছন্দও। রীতিমত স্বরলিপি বোনা আছে পথের পিচে
পথে নামলে পথ চেনা যায়। পথে নামলে গানও শোনা যায়! কখনও শুনেছেন? বিশ্বের বেশ কটি দেশে রাস্তা গান গায়। গাড়ি চালালে শোনা যায় সেই ‘সং অফ রোড’। যেন পথই গাইছে গান। রীতিমত কানে শোনা যায় সুর। আছে ছন্দও। রীতিমত স্বরলিপি বোনা আছে পথের পিচে। নির্দিষ্ট গতিবেগ মেনে অ্যাক্সিলেটরে চাপ দিলেই সুর তোলে সড়ক। আমেরিকার ল্যাঙ্কাস্টার, হাঙ্গেরি আর জাপানে আছে এমন ‘গায়ক সড়ক’। স্পিড ব্রেকার এমন ভাবে তৈরি তার ওপর দিয়ে গাড়ি গেলেই সুর তোলে সড়ক। স্পিড ব্রেকারের নানান দৈর্ঘ্য নানা কম্পাঙ্কের শব্দ সৃষ্টি করে। গাড়ির চাকা ওই রাম্বল পার করলে পিয়ানোর রিডের মত শব্দ হয়। মহিন্দ্রা গ্রুপের কর্ণধার আনন্দ মহিন্দ্রা এরকম পথের একটি ভিডিও শেয়ার করেছেন। আনন্দ মহিন্দ্রা কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গডকরির দৃষ্টি আকর্ষণ করেছেন। আনন্দ বলেছেন ভারতেও এমন সুরেলা সড়ক হলে বেশ হয়। রাজ্যে রাজ্যে বদলে যাবে পথের গানের সুর।