আমায় ‘ভাষা’ইলি রে- আলপনার ভাষা

aryama das |

Feb 22, 2021 | 5:26 PM

বাংলায় আলপনার আলাদা ভাষা আছে।

Follow Us

তিরিশ কেজি ফুলের পাপড়ি আর রঙ তুলি দিয়ে ৩০০ ফুটের আলপনা। সারা রাত জেগে ৬ জন তরুণ শিল্পী রাস্তায় ফুটিয়ে তুললেন। বাংলায় আলপনার আলাদা ভাষা আছে। সেই ভাষা চিরদিন থাকুক এই ভালবাসা নিয়ে এস বি পার্ক দুর্গা পুজো কমিটির উদ্যোগ ভাষা দিবসে। দুর্গাপুজোর থিম শিল্পীদের মধ্যে অনেকেই ছিলেন। তাঁদের কথায় উঠে এল বাংলার আলপনার বিষয়টি। তাঁদের আক্ষেপ, আগের মতো আর ঘরবাড়িতে আর আলপনার রেওয়াজ নেই এখন। বাজারে পাওয়া যায় আলপনার স্টিকার। দালানে, মেঝেতে আলপনার ভাষায় কথা বলা খুব একটা চোখে পড়ে না।  তাই এই উদ্দ্যোগকে সাধুবাদ জানালেন সবাই।

তিরিশ কেজি ফুলের পাপড়ি আর রঙ তুলি দিয়ে ৩০০ ফুটের আলপনা। সারা রাত জেগে ৬ জন তরুণ শিল্পী রাস্তায় ফুটিয়ে তুললেন। বাংলায় আলপনার আলাদা ভাষা আছে। সেই ভাষা চিরদিন থাকুক এই ভালবাসা নিয়ে এস বি পার্ক দুর্গা পুজো কমিটির উদ্যোগ ভাষা দিবসে। দুর্গাপুজোর থিম শিল্পীদের মধ্যে অনেকেই ছিলেন। তাঁদের কথায় উঠে এল বাংলার আলপনার বিষয়টি। তাঁদের আক্ষেপ, আগের মতো আর ঘরবাড়িতে আর আলপনার রেওয়াজ নেই এখন। বাজারে পাওয়া যায় আলপনার স্টিকার। দালানে, মেঝেতে আলপনার ভাষায় কথা বলা খুব একটা চোখে পড়ে না।  তাই এই উদ্দ্যোগকে সাধুবাদ জানালেন সবাই।

Next Video