IPL 2023: ভাইরাল আইপিএলের অপর এক ‘মিস্ট্রি গার্ল’, কে এই সুন্দরী?
IPL 2023: আইপিএল চলাকালীন সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্যা মারান সব সময় লাইমলাইটে থাকেন। এ বার হঠাৎ করেই কাব্যার পাশাপাশি ভাইরাল আইপিএলের অপর এক মিস্ট্রি গার্ল। কে এই সুন্দরী?
আইপিএল চলাকালীন সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্যা মারান সব সময় লাইমলাইটে থাকেন। এ বার হঠাৎ করেই কাব্যার পাশাপাশি ভাইরাল আইপিএলের অপর এক মিস্ট্রি গার্ল। কে এই সুন্দরী? এই সুন্দরী আসলে ডেকান ক্রনিকল প্রাইভেট লিমিটেডের কর্ণধার ভেঙ্কটরাম রেড্ডির কন্যা গায়ত্রী রেড্ডি। অতীতে হায়দরাবাদের দল ছিল ডেকান চার্জার্স। ২০০৮ সাল থেকে ডেকান চার্জার্সের দায়িত্ব সামলেছিলেন গায়ত্রী। ২০০৯ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ডেকার্ন চার্জাস। কাব্যা তাঁর বাবা কলানিথি মারানকে সানরাইজার্স হায়দরাবাদ দল গড়া থেকে শুরু করে পরিচালনার ক্ষেত্রে সাহায্য করেন। তেমনই অতীতে ডেকান চার্জার্স দলকে গড়ে তুলেছিলেন এই সুন্দরী গায়ত্রী। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে তাতাতে গ্যালারিতে উপস্থিত থাকছেন অরেঞ্জ আর্মির সানশাইন কাব্যা মারান। অতীতে ডেকান চার্জার্স দলের হয়ে একাধিকবার মাঠে এসেছেন গায়ত্রী। পরবর্তীকালে ডেকান চার্জার্স দল বিক্রি হয়ে যায়। তারপর হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি হিসাবে আত্মপ্রকাশ করে সানরাইজার্স হায়দরাবাদ। গায়ত্রী লন্ডন থেকে পড়াশুনা করেছিলেন। উইনিভার্সিটি অব লন্ডনের কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে বিএসসি অনার্স নিয়ে পড়েছেন গায়ত্রী। এই গায়ত্রীর ছবিই এখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইারাল। একসময় কাব্যার জায়গায় তিনিই যে ছিলেন একাধিক আইপিএল প্রেমীর ক্রাশ!