Peacock Viral Video: মানুষকে শাস্তি দিল ময়ূর!

Apr 23, 2023 | 5:02 PM

Viral Video: ...যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি গাছ থেকে নিচে পড়েন, ততক্ষণ তাঁকে আক্রমণ করতেই থাকে ময়ূরটি। নিচে যে মহিলা দাঁড়িয়ে ছিলেন,তাঁকেও আক্রমণ করে পাখিটি। যদিও নেটিজ়েনদের একাংশ দাবি করেছেন,এই ভিডিয়োটি স্ক্রিপ্টেড!

ভিডিয়োতে দেখা গেল,এক ব্যক্তি গাছের উপরে উঠে ময়ূরের বাসা থেকে একের পর এক ডিম চুরি করতে লাগলেন। নিচে এক মহিলা দাঁড়িয়ে ছিলেন। তিনি তাঁর ফ্রকে এক-এক করে সেই ডিমগুলি লুফে নিলেন। ময়ূরের নজরে আসে ঘটনাটি। তড়িঘড়ি সে সেই গাছে উড়ে এসে বসে। যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি গাছ থেকে নিচে পড়েন, ততক্ষণ তাঁকে আক্রমণ করতেই থাকে ময়ূরটি। নিচে যে মহিলা দাঁড়িয়ে ছিলেন,তাঁকেও আক্রমণ করে পাখিটি। যদিও নেটিজ়েনদের একাংশ দাবি করেছেন,এই ভিডিয়োটি স্ক্রিপ্টেড। তাঁদের যুক্তি,এরকম আবার হয় নাকি যে মানুষ পাখির ডিম চুরি করতে এল আর সেই সময়ই পাখিটা মানুষকে শাস্তিও দিল। টুইটারে @TheFigen নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ভিউ এর মধ্যেই ২৩৪.৮K ছাপিয়ে গিয়েছে। কেউ বলেছেন,’ঠিক হয়েছে। এটাই হওয়ার দরকার ছিল’। কেউ আবার বলেছেন,’আর যে পাখির ডিমই চুরি করুন না কেন,কখনও ময়ূরের ডিম চুরি করতে যাবেন না!’।

Published on: Apr 23, 2023 05:02 PM