Stunt Accident Viral Video: স্টান্ট দেখতে গিয়ে মৃত্যু মহিলার!
Viral Video: স্টান্টের সময় প্রায় ৩০ ফুট উঁচু থেকে পড়ে যান তিনি। কসরত দেখানোর সময় ওই মহিলার পুরুষসঙ্গী ধরতে পারেননি তাঁকে। এর জেরে পড়ে যান তিনি এবং তাঁর মৃত্যু হয়।
একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। ভিডিয়োতে দেখা যাচ্ছে,স্টান্ট দেখাতে দেখাতে কী ভাবে মৃত্যু হল ওই মহিলার। জিমন্যাস্টের আসরে খেলা দেখাতেন তাঁরা। ঝুঁকিপূর্ণ সেই সব স্টান্ট করেই মনোরঞ্জন করতেন দর্শকদের। সম্প্রতি এ রকমই স্টান্ট দেখাতে গিয়ে মৃত্যু হয়েছে এক মহিলা অ্যাক্রোব্যাটের। স্টান্টের সময় প্রায় ৩০ ফুট উঁচু থেকে পড়ে যান তিনি। কসরত দেখানোর সময় ওই মহিলার পুরুষসঙ্গী ধরতে পারেননি তাঁকে। এর জেরে পড়ে যান তিনি এবং তাঁর মৃত্যু হয়। সম্প্রতি ঘটনাটি ঘটেছে চিনে। প্রতিবেদন অনুযায়ী মহিলা অ্যাক্রোব্যাটের পুরুষ সঙ্গী তাঁর স্বামী। জানা গিয়েছে,ঝুঁকিপূর্ণ খেলা দেখানোর জন্য প্রয়োজনীয় সতর্কতা ওই যুগল নেননি বলে অভিযোগ উঠেছে। ওই মহিলার স্বামী তাঁকে সেফটি বেল্ট পরতে বললেও তিনি তা পরেননি।