IRCTC Goa Package: আইআরসিটিসির গোয়া ভ্রমণের দারুণ প্যাকেজ

IRCTC Goa Package: আইআরসিটিসির গোয়া ভ্রমণের দারুণ প্যাকেজ

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 15, 2023 | 2:37 PM

এই গরমে ঘুরে আসতে পারেন গোয়াতে। গোয়া ঘুরতে গেলে আইআরসিটিসি এনেছে দুর্দান্ত প্যাকেজ। এই প্যাকেজ পাওয়া যাবে চণ্ডীগড় বিমানবন্দর থেকে। গোয়ার উদ্দেশ্যে ট্রেন ছাড়বে সকাল ৭:১৫ নাগাদ। তারপর পৌঁছে যাবে সরাসরি হোটেলে। তারপরের দিন, খাবার খেয়ে উত্তর গোয়া যাবেন।

এই গরমে ঘুরে আসতে পারেন গোয়াতে। গোয়া ঘুরতে গেলে আইআরসিটিসি এনেছে দুর্দান্ত প্যাকেজ। এই প্যাকেজ পাওয়া যাবে চণ্ডীগড় বিমানবন্দর থেকে। গোয়ার উদ্দেশ্যে ট্রেন ছাড়বে সকাল ৭:১৫ নাগাদ। তারপর পৌঁছে যাবে সরাসরি হোটেলে। তারপরের দিন, খাবার খেয়ে উত্তর গোয়া যাবেন। সিঙ্কেরিম বিচ,আগুয়াডা বন্দর এবং ক্যান্ডোলিম বীচের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারবেন। সান্ধ্যেবেলায় যেতে পারেন বগা বিচে। তৃতীয় দিনে পর্যটকরা দক্ষিণ গোয়ার হোটেলে জলখাবার খাবেন। তারপর দেখানো হবে ওল্ড গোয়ার ব্যাসিলিকা, বন জেসাস চার্চ এবং অ্যাসিসির সেন্ট ফ্রান্সিসের ক্যাথলিক চার্চ। প্যাকেজ অনুযায়ী, যেতে পারেন পর্যটকরা মিরামার সমুদ্র সৈকতেও। চতুর্থ দিনে গোয়ার আশপাশে ঘুরতে পারবেন পর্যটকরা। পঞ্চম দিনে হোটেল থেকে বেরিয়ে গোয়ার বিমানবন্দরে যেতে হবে এবং সেখান থেকে যেতে হবে চণ্ডীগড়। IRCTC-এর প্যাকেজের দাম জনপ্রতি ২৭,৮৭৫ টাকা। এই প্যাকেজটি ৫ দিনে ও ৪ রাতের জন্য।