Air Pollution: বাতাসের দূষণে হার্ট অ্যাটাক, ডায়াবেটিস
শীতের মরসুমে দিল্লি ও কলকাতার মতো মেট্রো শহরে বায়ুদূষণের মাত্রা বাড়ে। দিল্লির বাতাসে ভাসমান কণা ৫০৪। কলকাতার বাতাসে সেই রিডিং ১৫০ এর ওপরে। বিশেষজ্ঞরা বলছেন কলকাতার অবস্থাও খুব একটা ভাল নয়। দীপাবলির বায়ুদূষণে শ্বাসযন্ত্রে সমস্যা প্রতি বছর হয়।
শীতের মরসুমে দিল্লি ও কলকাতার মতো মেট্রো শহরে বায়ুদূষণের মাত্রা বাড়ে। দিল্লির বাতাসে ভাসমান কণা ৫০৪। কলকাতার বাতাসে সেই রিডিং ১৫০ এর ওপরে। বিশেষজ্ঞরা বলছেন কলকাতার অবস্থাও খুব একটা ভাল নয়। দীপাবলির বায়ুদূষণে শ্বাসযন্ত্রে সমস্যা প্রতি বছর হয়। এর থেকেই বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি। বায়ুদূষণে রক্তচাপ বৃদ্ধি ও অনিয়মিত হৃদস্পন্দন হয়।
দূষকের মাত্রা বাড়লে ধমনী সংকীর্ণ ও শক্ত হয়ে এথেরোস্ক্লেরোসিস হয়। এতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে। যারা উচ্চ রক্তচাপ ও করোনারি আর্টারি ডিজিজে ভুগছেন তাঁদের হৃদরোগের ঝুঁকি বেশি। বায়ু দূষণে রক্তে শর্করার মাত্রাও বাড়তে পারে। বাসা বাঁধতে পারে টাইপ-২ ডায়াবেটিস। এর থেকেও হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। শীতের মরসুমে নাক ও মুখ ঢাকতে বলছেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলছেন বায়ুদূষণ জনিত রোগ এড়াতে মাস্ক পরুন।