Storm Alert: ঝড়ে গাছতলায় প্রেম কতটা নিরাপদ ?
শহরের ছড়িয়ে ছিটিয়ে থাকা পার্ক গুলোয় তাই প্রেমিক-যুগলের ভিড় লক্ষ্য করা যায়। বিকেল সন্ধ্যের দিকে বেশি। আর কালবৈশাখী ঝড় আসার সময়টাও একই। বিকেল সন্ধে নাগাদ। মাথার উপর গাছ পড়ে সম্প্রতি মৃত্যুর ঘটনা ঘটেছে প্রেমিকের। আহত হয়েছেন প্রেমিক-প্রেমিকারা। তাই প্রশ্ন উঠছে সতর্ক না থাকাটা যুক্তিযুক্ত কতটা
প্রেম করার প্রথম পছন্দের জায়গা ছায়া ঘন গাছতলা। শহরের ছড়িয়ে ছিটিয়ে থাকা পার্ক গুলোয় তাই প্রেমিক-যুগলের ভিড় লক্ষ্য করা যায়। বিকেল সন্ধ্যের দিকে বেশি। আর কালবৈশাখী ঝড় আসার সময়টাও একই। বিকেল সন্ধে নাগাদ। মাথার উপর গাছ পড়ে সম্প্রতি মৃত্যুর ঘটনা ঘটেছে প্রেমিকের। আহত হয়েছেন প্রেমিক-প্রেমিকারা। তাই প্রশ্ন উঠছে সতর্ক না থাকাটা যুক্তিযুক্ত কতটা। প্রেমিক প্রেমিকা( নাম প্রকাশে অনিচ্ছুক) জানালেন যে আবেগের বশে অনেকেই ভুল কাজ করে ফেলেন ভুলে যান বাড়িতে প্রত্যেকেরই কেউ না কেউ অপেক্ষা করছে। আর এই অসচেতনতার জন্যই দুঃখজনক ঘটনা ঘটে যায়।এঁদের মত সচেতনতা সকলের মধ্যেই আসুক। যদিও এদিনও ঝড়ের সময় অনেকেই দেখা গেল বিপদজনক জায়গায় থাকতে। ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে গাছের তলাতেই দেখা গেল অনেককেই।
Published on: May 20, 2023 05:14 PM