Jalpaiguri Elephant News: ফের জাতীয় সড়কে শাবকসহ হাতির দল, থমকে গেল যান চলাচল

Jalpaiguri Elephant News: ফের জাতীয় সড়কে শাবকসহ হাতির দল, থমকে গেল যান চলাচল

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 13, 2023 | 2:21 PM

ফের জাতীয় সড়কে শাবকসহ হাতির দল, থমকে গেল যান চলাচল। ডুয়ার্সের মালবাজার মহকুমার তারঘেরা জঙ্গলের মাঝ দিয়ে চলে যাওয়া জাতীয় সড়কের ঘটনা। কাঠাম বাড়ি থেকে লাটাগুড়ি যাওয়ার যে জাতীয় সড়ক রয়েছে আচমকাই সেই সড়কের উপর উঠে পড়ে সাবক সহ হাতির দল। যার ফলে থমকে যায় গাড়ি চলাচল। প্রচুর পর্যটক সেই হাতির দলের ছবি তুলতে শুরু করে।

ফের জাতীয় সড়কে শাবকসহ হাতির দল, থমকে গেল যান চলাচল। ডুয়ার্সের মালবাজার মহকুমার তারঘেরা জঙ্গলের মাঝ দিয়ে চলে যাওয়া জাতীয় সড়কের ঘটনা। কাঠাম বাড়ি থেকে লাটাগুড়ি যাওয়ার যে জাতীয় সড়ক রয়েছে আচমকাই সেই সড়কের উপর উঠে পড়ে সাবক সহ হাতির দল। যার ফলে থমকে যায় গাড়ি চলাচল। প্রচুর পর্যটক সেই হাতির দলের ছবি তুলতে শুরু করে।

প্রচন্ড গরমে সাধারণ মানুষের পাশাপাশি নাজেহাল বন্যপ্রাণীরাও, তাই ঠান্ডা জায়গার খোঁজে এবং জলের খোঁজে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাবার জন্য জাতীয় সড়ক পারাপার করছে হাতির দল। আর তার কারণে রাস্তায় আটকে যাচ্ছে যান চলাচল। পরে অবশ্য হাতির দলটি নিজে থেকেই জঙ্গলের অন্যপ্রান্তে ফিরে যায়।

Published on: May 13, 2023 01:26 PM