TMC Shahid Diwas: শরীর জুড়ে তৃণমূল!
মুখে বুকে তৃণমূলের দলীয় প্রতীক এঁকে প্রতিবছরই শহীদ সমাবেশে যোগ দেন চুঁচুড়ার জয়দেব। আজ শহীদ দিবসে কলকাতার ধর্মতলায় উদ্দেশ্যে ট্রেনে ও বাসে করে রওনা দেন বহু তৃণমূল কর্মী সমর্থক। তাদের মধ্যে একজন হুগলি চুঁচুড়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দেব মন্ডল।
মুখে বুকে তৃণমূলের দলীয় প্রতীক এঁকে প্রতিবছরই শহীদ সমাবেশে যোগ দেন চুঁচুড়ার জয়দেব। ৩০ বছরে পা দিল আজ একুশে জুলাই, ১৯৯৩ সালের এই দিনটিতেই নো আইডেন্টিটি নো ইলেকশন এই দাবিতে হাওড়া থেকে মহাকরণ অভিযান করেছিলেন তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী তথা বর্তমানে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সরকারে তখন রয়েছে বামফ্রন্ট। মহাকরণ অভিযানে ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া ব্রিজ থেকে মহাকরণের দিকে মিছিল কিছুটা এগোতেই পুলিশ আটকে দেয়। রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতার রাজপথ। সংঘর্ষ পুলিশের গুলি মৃত্যু হয় ১৩ জনের। ২০১১ সালের বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল সরকার । ক্ষমতায় আসার পরেই একুশে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল। আজ সেই শহীদ দিবসে কলকাতার ধর্মতলায় উদ্দেশ্যে ট্রেনে ও বাসে করে রওনা দেন বহু তৃণমূল কর্মী সমর্থক। তাদের মধ্যে একজন হুগলি চুঁচুড়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দেব মন্ডল। বেসরকারি কোম্পানিতে কাজ করেন। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত। তাই তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে প্রতিবছর মুখে জোড়া ফুল বুকে দিদি জিন্দাবাদ লিখে শহীদ সমাবেশে যোগ যোগদান জয়দেব।
তিনি জানান, দিদির প্রতি ভালোবাসা এবং দলের প্রতি আনুগত্য দেখেই প্রতিবছরই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নিজেকে রাঙিয়ে তুলি। কারণ সেদিনের তেরো জনের মধ্যে চুঁচুড়ার একজন রয়েছে। এছাড়া দিদি যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছে তাতে তার প্রতি ভালোবাসা আরো বেড়ে গিয়েছে। ২০২৪ শে লোকসভা নির্বাচনে শহীদ দিবসের মঞ্চ থেকে কি বার্তা দেন সেই শুনতেই এই জনসভায় যোগ দিচ্ছি।