Jhargram Traffic Rules: হেলমেট না পরলেই রাখি!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 30, 2023 | 7:22 PM

বুধবার ঝাড়গ্রাম ট্রাফিক পুলিশের উদ্যোগে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে হেলমেট বিহীন বাইক চালকদের হাতে রাখি পরিয়ে গোলাপ ফুল দিয়ে সচেতন করে অভিনব পদ্ধতিতে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের ডিএসপি মিহির লাল নস্কর সহ ঝাড়গ্রাম ট্রাফিক থানার পুলিশ আধিকারিকরা।

বুধবার ঝাড়গ্রাম ট্রাফিক পুলিশের উদ্যোগে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে হেলমেট বিহীন বাইক চালকদের হাতে রাখি পরিয়ে গোলাপ ফুল দিয়ে সচেতন করে অভিনব পদ্ধতিতে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের ডিএসপি মিহির লাল নস্কর সহ ঝাড়গ্রাম ট্রাফিক থানার পুলিশ আধিকারিকরা। ওই অনুষ্ঠানে হেলমেট মাথায় পরে বাইক আরোহীদের বাইক চালানোর জন্য আহ্বান জানানো হয়। সেই সঙ্গে বাইক আরোহীদের সচেতন করার জন্য রাখি বন্ধন উৎসবের দিন বাইক আরোহীদের হাতে রাখি পড়ানোর পাশাপাশি একটি করে গোলাপ ফুল তুলে দেন ট্রাফিক পুলিশের কর্মীরা। অভিনব পদ্ধতিতে ঝাড়গ্রাম ট্রাফিক থানার পুলিশের উদ্যোগে বুধবার এভাবেই পালন করা হয় রাখি বন্ধন উৎসব উদযাপন অনুষ্ঠান। কারণ দিনের পর দিন যে ভাবে বাইক দুর্ঘটনায় বাইক আরোহীদের মৃত্যুর ঘটনা ঘটছে তাই হেলমেট পরে বাইক চালান সেভ ড্রাইভ সেভ লাইফ মেনে চলুন এই বার্তা দিয়ে মূলত যারা হেলমেট বিহীন বাইক চালাচ্ছেন তাদেরকে একটি গোলাপ ও রাখি পরিয়ে সচেতন করছে ঝাড়গ্রাম জেলা ট্রাফিক। পরবর্তী সময়ে যদি ওরা হেলমেট বিহীন বাইক চালাচ্ছেন তাহলে ওদের ফাইন করা হবে বলেও জানান ট্রাফিক পুলিশের ডিএসপি মিহির লাল নস্কর।