Subhas Sarkar On Gas Price: ঢ্যাঁড়া পেটালেন কেন্দ্রীয় মন্ত্রী, কেন?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 30, 2023 | 7:55 PM

কাঁধে ঢাক। সঙ্গে দলের নেতা কর্মীরা। কেন্দ্রীয় শিক্ষা প্রতি মন্ত্রী ঘুরছেন গ্রামের বাড়ি বাড়ি। বাড়ির উঠোনে গিয়ে মহিলাদের ডেকে বলছেন গ্যাসের সিলিন্ডারের দাম কমার কথা। আজ এমনই ছবি দেখা গেল বাঁকুড়া শহর সংলগ্ন জুনবেদিয়া - বদড়া গ্রামে। ভোটের আগে সবই নাটক বলছেন বিরোধীরা।

কাঁধে ঢাক। সঙ্গে দলের নেতা কর্মীরা। কেন্দ্রীয় শিক্ষা প্রতি মন্ত্রী ঘুরছেন গ্রামের বাড়ি বাড়ি। বাড়ির উঠোনে গিয়ে মহিলাদের ডেকে বলছেন গ্যাসের সিলিন্ডারের দাম কমার কথা। আজ এমনই ছবি দেখা গেল বাঁকুড়া শহর সংলগ্ন জুনবেদিয়া – বদড়া গ্রামে। ভোটের আগে সবই নাটক বলছেন বিরোধীরা। গতকালই কেন্দ্রের সরকার রান্নার গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করেছে। গৃহস্থের মুখে হাসি ফুটিয়ে সাধারণ গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডার পিছু ২০০ টাকা এবং উজালা গ্যাস সিলিন্ডার পিছু ৪০০ টাকা দাম কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রের সরকার। মার্গিগন্ডার এই বাজারে নতুন এই ঘোষণা নি:সন্দেহে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে মধ্য ও নিম্ন বিত্তের হেঁসেলে। আর এই মানুষের স্বস্তিকেই নিজেদের সাফল্য হিসাবে তুলে ধরে সামনের লোকসভা ভোটের বাক্সে ডিভিডেন্ড কুড়াতে মরিয়া বিজেপি। আর সেই উদ্যেশ্যে গতকাল ঘোষণা হতেই আজ তার প্রচারে কোমর বেঁধে নেমে পড়লেন খোদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। আদ্যি কালের ঢ্যাঁড়া পেটানোর ঢঙে কাঁধে ঢাক নিয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে নিজে মুখে গ্যাসের দাম কমানোর কথা সাধারণ মানুষকে জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। শিক্ষা প্রতিমন্ত্রীর দাবী শুধু তিনি একা নন এরপর তাঁর দলের সমস্ত কর্মীরাই এভাবে এলাকায় এলাকায় ঘুরে গ্যাসের দাম কমার কথা ঘোষণা করবেন। তৃনমূলের দাবী গ্যাসের দাম কমানো দেখেই বোঝা যাচ্ছে সামনেই লোকসভা ভোট। যদি দাম কমানোই যায় তাহলে এতদিন কেন বাড়তি দাম নিয়ে এল কেন্দ্রের সরকার। আর লোকসভার ভোট আসতেই নাটক করতে নেমে পড়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। রাজনৈতিক চাপানউতোর যাই চলুক না কেন স্থানীয়রা গ্যাস সিলিন্ডারের দাম একধাক্কায় এতটা কমে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে। তবে তাঁদের দাবী এই দাম যেন নির্বাচনের পরেও অব্যাহত থাকে।