Rakhi Bandhan 2023: অগ্নিগর্ভ অরুন্ডায় রাখিবন্ধন
এক দিন আগেও যে এলাকা অগ্নিগর্ভ ছিল। বোমাগুলিতে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল,সেই উত্তপ্ত অরুন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে বুধবার রাখী বন্ধন উৎসবে মানুষকে রাখী পরিয়ে মেল বন্ধনে এক করে দিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। বুধবার সেখানে তিনি হাজির হয়ে প্রথমে টহলদারী পুলিশ আধিকারিকদের রাখী পরান।
এক দিন আগেও যে এলাকা অগ্নিগর্ভ ছিল। বোমাগুলিতে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল,সেই উত্তপ্ত অরুন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে বুধবার রাখী বন্ধন উৎসবে মানুষকে রাখী পরিয়ে মেল বন্ধনে এক করে দিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। বুধবার সেখানে তিনি হাজির হয়ে প্রথমে টহলদারী পুলিশ আধিকারিকদের রাখী পরান। খানাকুল থানার অফিসার ইনচার্জের হাতেও রাখি পরিয়ে দেন অপরূপা। পুলিশএর পর তিনি এলাকায় একের পর এক দোকানে গিয়ে তাদের রাখী পরান। এলাকার মানুষকে রাখী পরান।যে বাড়িটায় ভাংচুর করা হয় সেই বাড়িতে হাজির হন। তাদের রাখী পরিয়ে সাহস দেন। বলেন, তাদের পাশে তিনি আছেন। তাঁর ফোন নম্বর দিয়ে আসেন এবং যখনই প্রয়োজন তখনই যেন ফোন করেন তাঁকে। বুধবার আসেন খানাকুলের অগ্নিগর্ভ অরুন্ডায়। এদিন এলাকা সুনশান। তবু মানুষের কাছে গিয়ে অভয় দান করে আসেন অপরূপা পোদ্দার। পথ চলতি মানুষকেও রাখী পরিয়ে দেন। বাড়ি বাড়ি গিয়েও হাতে রাখী পরান তিনি।