Jio Offer: সারা বছর রিচার্জের টেনশন নেই

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Feb 27, 2023 | 2:43 PM

Jio তার গ্রাহকদের এমন দুটি প্ল্যান অফার করে, যাদের খরচ ৩০০০ টাকার সামান্য কম। প্ল্যান দুটির ভ্যালিডিটি 365 দিন বা এক বছর। ২৯৯৯ টাকার Jio প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ২.৫ জিবি করে হাই-স্পিড ডেটা অফার করা হয়।

Jio তার গ্রাহকদের এমন দুটি প্ল্যান অফার করে, যাদের খরচ ৩০০০ টাকার সামান্য কম। প্ল্যান দুটির ভ্যালিডিটি ৩৬৫ দিন বা এক বছর। ২৯৯৯ টাকার Jio প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ২.৫ জিবি করে হাই-স্পিড ডেটা অফার করা হয়। এক বছরেরও বেশি ভ্যালিডিটি পেয়ে যান কাস্টমাররা। এই প্ল্যান যাঁরা রিচার্জ করবেন, তাঁরা ৩৬৫দিন + ২৩ দিন অর্থাৎ মোট ৩৮৮ দিনের বৈধতা পাবেন। আর এই সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে আনলিমিটেড ভয়েস কলিংও অফার করা হয় গ্রাহকদের। প্ল্যানটির ভ্যালিডিটি অনুযায়ী সমগ্র ডেটার হিসেবে করলে মোট ৯১২.৫ জিবি ডেটা পেয়ে যান ব্যবহারকারীরা। এছাড়াও আপনি যদি প্ল্যানটিতে ৫জিবি ডেটার সুবিধা নিতে চান, তাহলে তা-ও পেয়ে যাবেন। প্ল্যানটিতে JioTV, JioCinema, JioSecurity, JioCloud-সহ সব Jio Apps সম্পূর্ণ বিনামূল্যে অফার করা হয় কাস্টমারদের। Reliance Jio-র ২৮৭৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫দিন। এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ২জিবি করে ডেটা অফার করা হয়। সব মিলিয়ে বছর শেষে প্ল্যানটিতে জিও ব্যবহারকারীরা মোট ৭৩০জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এই ডেইলি ডেটার কোটা একবার শেষ করে ফেললে আপনার ইন্টারনেট স্পিড কমে ৬৪ kbps হয়ে যাবে। প্ল্যানটিতে JioTV, JioCinema, JioSecurity, JioCloud-সহ সব Jio Apps সম্পূর্ণ বিনামূল্যে অফার করা হয় কাস্টমারদের।