মনোমালিন্য ভুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গান বাঁধলেন কবীর সুমন
কবীর সুমন

মনোমালিন্য ভুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গান বাঁধলেন কবীর সুমন

রণজিৎ দে | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Mar 11, 2021 | 8:02 PM

রাজ্যে সামনেই ভোট। স্বাভাবিকভাবেই ভোটপ্রচার শুরু হয়ে গিয়েছে জোর কদমে। এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নতুন করে গান লিখলেন কবীর সুমন। মমতার সঙ্গে কবীর সুমনের মতানৈক্যর দূরত্বটা কি তবে ক্রমশই ছোট হয়ে আসছে?

একসময় তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন কবীর সুমন। জিতেওছিলেন। কিন্তু দলের সঙ্গে কিছু মনমালিন্য হওয়ায় তৃণমূল ছেড়েছিলেন তিনি। তবু সেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের জন্যই নতুন করে গান লিখলেন তিনি! সেই গান নবীন শিল্পীদের নিয়ে রেকর্ডিংও করলেন।

গানটির প্রথম দু’টো লাইন এ-রকম ”বাংলা থাকুক বাংলায়/বাংলা থাকুক মমতায়।” গানটি ‘মমতাময়’। প্রতিটা লাইনে বাংলার জয়ধ্বনি। মমতার সঙ্গে কবীর সুমনের মতানৈক্যর দূরত্বটা কি তবে ক্রমশই ছোট হয়ে আসছে? Tv9 বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কবীর সুমন।

 

Published on: Mar 11, 2021 01:32 PM