Kalipujo 2021: কীভাবে তৈরি হয় আশ্চর্য প্রদীপ?
তেলের মূল্যবৃদ্ধি নিয়ে থিম করলে ভাল হলে পাওয়া যাবে তৈলশ্রী...
কালীপুজোয় অভিনব থিমের মাধ্যমে প্রতিবাদ। একটি পুজো দর্শনার্থীদের কাছে দক্ষিণার বদলে তেল চেয়েছে। কারণ ২টো বিশাল প্রদীপ জ্বালাতেই অনেক টাকা চলে যাচ্ছে।
অন্য পুজো উদ্যোক্তারা জল দিয়ে জ্বালালেন প্রদীপ, ম্যাজিক নয়। স্বচ্ছ জলের মতো পদার্থ দিয়েই জ্বালানো হল প্রদীপ। উদ্যোক্তারা জানালেন, জল দিয়ে প্রদীপটা চমকের জন্য নয়। বার্তা দেওয়ার জন্য। তেলের দাম এত যে, এটাও হয়তো সম্ভব করতে হবে। না হলে চলবে না। অবশ্য এই থিম এমনি-এমনি নয়।
যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষের উদ্যোগে একটি অভিনব প্রতিযোগিতার আয়োজন করা হয়। তেলের মূল্যবৃদ্ধি নিয়ে থিম করলে ভাল হলে পাওয়া যাবে তৈলশ্রী। পুজোর মধ্যে পলিটিক্স নিয়ে অনেকে ভিন্নমত পোষণ করলেও পুজো কমিটিদের সাফ কথা থিমের মধ্যে দিয়ে সামাজিক বিষয় তুলে ধরা যেতেই পারে। তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের অসুবিধার বিষয়। এটা কোনও রাজনীতি নয়। তাই এ নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তারাই রাজনীতি করছেন বলে মন্তব্য উদ্যোক্তাদের। শ্রেষ্ঠ সম্মান পাওয়া হাটখোলা শিশুচক্র ক্লাব এবারের পুজোয় সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল এই বিষয়টিও রেখেছেন মণ্ডপে।