Kalna Protest: প্রতিবাদের এই মাসুল!

Kalna Protest: প্রতিবাদের এই মাসুল!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 26, 2023 | 8:56 PM

কালনা কৃষ্ণদেবপুর গার্লস হাই স্কুলের পিছনে মদের আসরের প্রতিবাদ করাই মারধর।মদ্যপরা ভেঙ্গে দিল বেড়ার বাড়ি।প্রতিবাদ করে আক্রান্ত দুজন পুরুষ ও একজন মহিলা।

কালনা কৃষ্ণদেবপুর গার্লস হাই স্কুলের পিছনে মদের আসরের প্রতিবাদ করাই মারধর।মদ্যপরা ভেঙ্গে দিল বেড়ার বাড়ি।প্রতিবাদ করে আক্রান্ত দুজন পুরুষ ও একজন মহিলা। অভিযোগ, এই গার্লস স্কুল।লাগোয়া এলাকায় রোজ বসে মদের আসর। প্রতিদিনই সকাল থেকে রাত্রি পর্যন্ত মদের আসর চালায় এলাকার বেশ কয়েকজন। স্থানীয় গার্লস স্কুলের মেয়েরা এখান দিয়ে গেলে তাদের কেউ টোন টিটকারি কাটে তারা। এদিন সকালে স্থানীয় এক ব্যক্তি তারই প্রতিবাদ করায়, তাকে এবং তার পরিবারের সদস্যদের মারধর করার অভিযোগ ওঠে কিছু যুবকদের বিরুদ্ধে। একই সাথে এলাকায় থাকা বেড়া এবং ঘরের একটি অংশ ভেঙে দেয় ওই মদ্যপ যুবকেরা। এরপরই কালনা থানা পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয় কালনা থানা পুলিশ। অভিযুক্তরা পলাতক।