Karan Johar Viral Post: নাম না করেই কি শাহরুখকে বিঁধলেন করণ?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

May 01, 2023 | 8:58 PM

করণ জোহরের সোশ্যাল পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। হঠাৎই তিনি শেয়ার করলেন সময়ানুবর্তিতা নিয়ে এক দীর্ঘ পোস্ট। নেটিজ়েনদের একাংশের অনুমান, তবে কি এই বার্তা শাহরুখ খানকে কটাক্ষ করতেই?

সম্পর্ক নিয়ে সরব সলমন
সলমন খানের জীবনে এসেছে একাধিক প্রেম। তবে কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। কারণ জানাতে এবার মুখ খুললেন সলমন খান। সাফ বললেন, “এটা তাঁদের ভুল নয়, সব ভুল আমার।”

নাগার আক্ষেপ
জীবন থেকে চলে গিয়েছেন সামান্থা রুথ প্রভু। নাগা চৈতন্যের কি কোনও আক্ষেপ রয়েছে? বিন্দুমাত্র না ভেবে নাগা জানান, না—তাঁর কোনও আক্ষেপই নেই। জীবনের প্রতিটা ধাপই কিছু না কিছু শিখিয়ে যায়। কয়েকটি ছবি করা নিয়ে মাঝেমধ্যে আক্ষেপ হয় মাত্র।

বডিগার্ডের বিয়েতে কার্তিক
বডিগার্ডের বিয়ে। ক্যাজুয়াল পোশাকেই শুভেচ্ছা জানাতে হাজির হলেন কার্তিক। পোজ় দিয়ে তুললেন ছবিও। সোশ্যাল মিডিয়ায় পলকে ভাইরাল সেই ছবি। যদিও নেটপাড়া উত্তর খুঁজছে, বিয়েবাড়িতে কার্তিক শার্ট পরে কেন?

শাহরুখকে কটাক্ষ করণের?
করণ জোহরের সোশ্যাল পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। হঠাৎই তিনি শেয়ার করলেন সময়ানুবর্তিতা নিয়ে এক দীর্ঘ পোস্ট। নেটিজ়েনদের একাংশের অনুমান, তবে কি এই বার্তা শাহরুখ খানকে কটাক্ষ করতেই? কারণ বলিউডে সময়জ্ঞান নিয়ে বারবার কিং খানকে প্রশ্নের মুখ পড়তে হয়। ফলে দুইয়ে-দুইয়ে চার করছে নেটপাড়া।

অনুষ্কার জন্মদিনে কোহলি
বলিউড ডিভা অনুষ্কা শর্মা আজ, সোমবার, ১ মে ৩৫-এ পা দিলেন। স্ত্রী অনুষ্কার জন্মদিনে প্রতিবছরই কিছু না কিছু বিশেষ বার্তা দেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এ বারও তার অন্যথা হল না। সক্কাল-সক্কাল সোশ্যাল মিডিয়ায় স্ত্রী অনুষ্কার একগুচ্ছ ছবি শেয়ার করে বিরাট লিখলেন, “রোগা হও বা মোটা, তোমার সমস্ত সুন্দর পাগলামির জন্য তোমাকে ভালোবাসি। শুভ জন্মদিন অনুষ্কা। তুমি আমার সবকিছু।”

ব্যাপক ট্রোল্ড আরিয়ান
সম্প্রতি পোশাকের ব্র্যান্ড লঞ্চ করেছেন আরিয়ান খান। আর বাজারে তাঁর ব্র্যান্ডের পোশাক আসতেই ব্যাপক ট্রোল্ড হলেন আরিয়ান। মধ্যবিত্তের মাথায় হাত। জ্যাকেটের দাম ২ লক্ষ টাকা আর প্রিন্টেড টি-শার্ট ২৪ হাজার। আর তাতেই আরিয়ানকে ট্রোল নেটিজেনদের। তাঁদের একটাই প্রশ্ন, “এত পয়সা কোথায়?”

ইন্ডাস্ট্রিতে আবারও আত্মহত্যা
ইন্ডাস্ট্রিতে আবারও এক আত্মহত্যার ঘটনা। ভিডিয়ো বার্তায় আত্মহত্যার কারণ জানিয়ে নিজেকে শেষ করলেন জনপ্রিয় কোরিওগ্রাফার চৈতন্য। বয়স হয়েছিল ৩০ বছর। তেলুগু ডান্স রিয়ালিটি শো ‘ধী’-এর মাধ্যমে যিনি পরিচিতি লাভ করেছিলেন। আত্মহত্যার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, বাজারে প্রচুর দেনা হয়ে গিয়েছিল তাঁর। তা মেটাতে না পারার কারণেই চরম পদক্ষেপ করেছেন তিনি।

মাতৃহারা রাজদীপ গুপ্ত
অভিনেতা রাজদীপ গুপ্তের পরিবারে শোকের ছায়া। ক্যানসার কেড়ে নিল কাছের মানুষকে। মা’কে হারালেন তিনি। রাজদীপ জানিয়েছেন, পরিবারের সকলেই খুব ভেঙে পড়েছেন। বিশেষত তাঁর বাবা, স্ত্রী বিয়োগের ব্যথায় কাতর। স্তন ক্যানসারে ভুগছিলেন রাজদীপের মা। হয়েছিল অস্ত্রোপচারও। সুস্থও হয়ে উঠেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না।

আজই বিয়ে সুদীপ্তার
দীর্ঘ দিনের প্রেমে অবশেষে পরিণতি। বাইপাসের ধারে বিলাসবহুল রিসর্টে তৃণমূল নেতা সৌম্য বক্সীর সঙ্গে নতুন জীবন শুরু সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের। বিয়ের দশ দিন আগেই শুটিং থেকে ছুটি নিয়েছেন নায়িকা। আপাতত তাঁর ফোকাস রাজকীয় বিয়ে। তাঁর নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা।