মেগা সানডে-তে মোদীর মেগা শো-এ খেলা হবে স্লোগান
নিজস্ব চিত্র

মেগা সানডে-তে মোদীর মেগা শো-এ ‘খেলা হবে’ স্লোগান

sreejayee das |

Mar 07, 2021 | 11:33 AM

'খেলা হবে' স্লোগানে মুখরিত মোদীর ব্রিগেড

আজ বিজেপির ব্রিগেড জনসভা। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বাংলার বিধানসভা ভোটের আগে কী বার্তা দেন মোদী, সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। রবিবার সকাল থেকেই ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ‘খেলা হবে’ স্লোগানে উপচে পড়ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।