West Bengal Election 2021 LIVE: ‘ভারতে একটাই সিন্ডিকেট চলে, সেটা হল মোদী-শাহ সিন্ডিকেট’, শিলিগুড়িতে আক্রমণ শানালেন মমতা
West Bengal Election 2021 LIVE News: ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় বাংলার ২৯৪টি বিধানসভা আসনে চলবে ভোটগ্রহণ। ২ মে ভোটের গণনা।
কলকাতা: সরগরম ভোটের বাংলা। একুশের নির্বাচনকে সামনে রেখে রবিবার বঙ্গের পারদ ঊর্ধ্বমুখী। একদিকে কলকাতায় ব্রিগেড ময়দান কাঁপালেন নরেন্দ্র মোদী। অন্যদিকে পেট্রোপণ্যের মৃল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়ির রাস্তায় হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার মোদীর ব্রিগেডেই বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী।
LIVE NEWS & UPDATES
-
‘বহিরাগত’ মনোরঞ্জন ব্যাপারীকে প্রার্থী করা যাবে না, বালাগড়ে বিক্ষোভ তৃণমূলের
এবার বহিরাগত প্রার্থী নিয়ে হুগলির বলাগড়ে শুরু হল তৃণমূল কর্মীদের বিক্ষোভ। দলিত সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী (Manoranjan Byapari) নন, বিদায়ী বিধায়ক অসীম মাজিকেই ফের প্রার্থী করতে হবে, এমন দাবিতে রবিবার বিক্ষোভ করলেন তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ।
বিস্তারিত পড়ুন: ‘বহিরাগত’ মনোরঞ্জন ব্যাপারীকে প্রার্থী করা যাবে না, বালাগড়ে বিক্ষোভ তৃণমূলের
-
শিব লিঙ্গে পুজো দিয়েই আসানসোলে প্রচার শুরু সায়নী ঘোষের
সোশ্যাল মিডিয়ায় শিব লিঙ্গে কন্ডোম পরানো ছবি পোস্ট করা নিয়ে অভিনেতা সায়নী ঘোষের (Sayoni Ghosh) বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। এই ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। শুক্রবার তাঁকে তৃণমূলের প্রার্থী (TMC Candidate) করার পরেও বিজেপির সোশ্যাল মিডিয়া পেজ থেকে নিশানা করে হয়েছে। তৃণমূলের সেই তারকা প্রার্থী রবিবার তাঁর নির্বাচনী প্রচারই শুরু করলেন শিবলিঙ্গে পুজো দিয়ে।
বিস্তারিত পড়ুন: শিব লিঙ্গে পুজো দিয়েই আসানসোলে প্রচার শুরু সায়নী ঘোষের
-
-
৯২ আসনে লড়বে কংগ্রেস, তিন দফার প্রার্থী চূড়ান্ত করতে দিল্লির পথে অধীর-মান্নান
বাম-কংগ্রেস-আইএসএফ জোটে (Left-Congress-ISF Alliance) মোট ৯২টি আসনে লড়বে কংগ্রেস। রবিবার প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটির বৈঠকে ছিলেন অধীর চৌধুরী, আব্দুল মান্নান, দীপা দাশমুন্সি, প্রদীপ ভট্টাচার্যরা। সেখানে প্রতি কেন্দ্রে তিনজন করে প্রার্থীর নাম ঠিক হয়েছে বলে খবর। এই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লি গেলেন অধীর চৌধুরী, আব্দুল মান্নান।
বিস্তারিত পড়ুন: ৯২ আসনে লড়বে কংগ্রেস, তিন দফার প্রার্থী চূড়ান্ত করতে দিল্লির পথে অধীর-মান্নান
-
প্রধানমন্ত্রীর ব্রিগেড থেকে ফেরার পথে বাসে শর্ট সার্কিট, জখম ৩
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ থেকে ফেরার পথে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাষার কাছে জাতীয় সড়কের উপরে চলন্ত বাসে শর্ট সার্কিট হয়ে আগুন। জখম হলেন ৩ বিজেপি কর্মী। স্থানীয়দের চেষ্টায় আগুন নেভানো হয়েছে বলে খবর। এর জেরে জাতীয় সড়কে সাময়িক ব্যাহত হয় যান চলাচল। রবিবার বিকেল পৌনে ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায়।
-
প্রার্থী না করার অভিমানে দলত্যাগ মন্ত্রী রত্না ঘোষ করের
তৃণমূলের (TMC) প্রার্থী তালিকা প্রকাশের পর বিক্ষুব্ধদের তালিকা ক্রমশ বাড়ছে। এবার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হিসেবে রাজ্য নেত্রীর কাছে সংগঠনের পদ থেকে চিঠি দিয়ে অব্যাহতি চাইলেন মন্ত্রী রত্না ঘোষ কর (Ratna Ghosh Kar)। চাকদার বিদায়ী বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের প্রতিমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “কোনদিন দলের বিরুদ্ধে মুখ খুলিনি। কিন্তু ন্যূনতম সম্মান প্রত্যেক মানুষের আছে।”
বিস্তারিত পড়ুন: প্রার্থী না করার অভিমানে দলত্যাগ মন্ত্রী রত্না ঘোষ করের
-
-
‘ভারতে একটাই সিন্ডিকেট চলে, সেটা হল মোদী-শাহ সিন্ডিকেট’
এক দিকে যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোদী। তখন অন্যদিকে, জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে (Siliguri) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোট-রবিতে তড়তড়িয়ে পারদ চড়ল বাংলায় (West Bengal Assembly Election 2021)। বিশ্লেষকদের কথায়, আজকের দিনেই আনুষ্ঠানিক ভাবে মোদী-মমতা শুরু করলেন নির্বাচনী প্রচার। মোদীকে বিঁধে মমতা বললেন, “লজ্জা, ঘৃণা, ভয়- তিন থাকতে নয়…’
বিস্তারিত পড়ুন: ‘ভারতে একটাই সিন্ডিকেট চলে, সেটা হল মোদী-শাহ সিন্ডিকেট’, শিলিগুড়িতে আক্রমণ শানালেন মমতা
-
প্রার্থী বাছতে আজ বৈঠকে প্রদেশ নেতৃত্ব
প্রার্থী বাছাই করতে রবিবার বৈঠকে বসবেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এদিন দুপুরে এই বৈঠক হওয়ার কথা। সেখানে প্রদেশ সভাপতি অধীর চৌধুরী থাকবেন। থাকার কথা এ রাজ্যের দায়িত্ব প্রাপ্ত পর্যবেক্ষক জিতিন প্রসাদেরও। একইসঙ্গে জোট বৃত্ত সম্পূর্ণ করতে এদিন সিপিএম নেতৃত্বের সঙ্গে কথা বলবেন কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি, প্রচার কৌশল কী হবে, প্রচারে কাদের প্রয়োজন রয়েছে, তা নিয়েও এ দিন এআইসিসিকে রিপোর্ট দেবেন প্রদেশ নেতৃত্ব। সংযুক্ত মোর্চার কী চেহারা তা-ও এআইসিসিকে জানাবেন তাঁরা। ইতিমধ্যেই ১৩ আসনের প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। বাকি আসনের প্রার্থী বাছাই করে দিল্লিতে পাঠাবেন অধীর-আব্দুল মান্নানরা। তারপর তা থেকে নাম বেছে নেবেন কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্যরা।
-
ভোটের প্রচারে আজ কলকাতায় মোদী
রবিবার ভোট প্রচারে ব্রিগে়ডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। সকাল থেকেই বিজেপি কর্মী-সমর্থকদের ঢল। শিয়ালদহ, হাওড়া স্টেশনে থিক থিক করছে মানুষের ভিড়। ভোটের আগে বিজেপির বঙ্গ-ব্রিগেডকে চাঙ্গা করতে কী বার্তা দেন মোদী, নজর সেদিকেই।
-
হরিণঘাটায় বিজেপি বুথ সভাপতিকে গুলি
ব্রিগেড সমাবেশের আগে গুলিবিদ্ধ হরিণঘাটার বিজেপি বুথ সভাপতি। কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি। হরিণঘাটার ১০ নম্বর বুথের সভাপতি সঞ্জয় দাস। শনিবার রাতে দলীয় কাজ সেরে ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। কারা এই ঘটনার পিছনে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
-
আজ প্রতিবাদ মিছিলে মমতা
হাইভোল্টেজ রবিবার। খাস কলকাতায় যখন ভোটের রণকৌশল নিয়ে হাজির হচ্ছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। উত্তরবঙ্গের পথে তখন নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন দার্জিলিং মোড় থেকে মিছিল করবেন মুখ্যমন্ত্রী। গ্যাসের খালি সিলিন্ডার নিয়ে অভিনব এই প্রতিবাদ দেখবে গোটা বাংলা।
বিস্তারিত পড়ুন: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, প্রতিবাদে সিলিন্ডার নিয়ে আজ প্রতিবাদ মিছিলে মমতা
Published On - Mar 07,2021 11:58 PM