রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, প্রতিবাদে সিলিন্ডার নিয়ে আজ প্রতিবাদ মিছিলে মমতা
পাহাড়-সমতলের কয়েক হাজার মানুষ পা মেলাবেন তাতে। থাকবেন মহিলারাও। নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
শিলিগুড়ি: হাইভোল্টেজ রবিবার। খাস কলকাতায় যখন ভোটের রণকৌশল নিয়ে হাজির হচ্ছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। উত্তরবঙ্গের পথে তখন নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন দার্জিলিং মোড় থেকে মিছিল করবেন মুখ্যমন্ত্রী। গ্যাসের খালি সিলিন্ডার নিয়ে অভিনব এই প্রতিবাদ দেখবে গোটা বাংলা।
গত কয়েকদিনে চড়চড়িয়ে বেড়েছে জ্বালানি পণ্যের দাম। আম-জনতার হেঁশেল আগুন। রান্নার গ্যাসের দাম কপালে চিন্তার ভাঁজ ফেলছে। ভোটের মুখে এই মূল্যবৃদ্ধিকেই ইস্যু করে পথে নামছে তৃণমূল। পথে নামছেন খোদ তৃণমূল সুপ্রিমো। এদিন দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত একটি মিছিল হবে।
আরও পড়ুন: BJP Brigade 2021: লক্ষ্য ‘সোনার বাংলা’, আজ নরেন্দ্র মোদীর মহা-ব্রিগেড
পাহাড়-সমতলের কয়েক হাজার মানুষ পা মেলাবেন তাতে। থাকবেন মহিলারাও। নেতৃত্ব দেবেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জনসভাও রয়েছে তাঁর। শনিবার বিকেলেই শিলিগুড়ি পৌঁছেছেন মমতা। সঙ্গে কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, ওমপ্রকাশ মিশ্র। এবার বিধানসভা ভোটে শিলিগুড়ি থেকে লড়ছেন ওমপ্রকাশ। এদিন তাঁরই সমর্থনে ভোট প্রচারও করবেন মমতা।