খনির খোঁজে ২: শহরের পথে বাঁশিওয়ালা
খনির খোঁজে ২

খনির খোঁজে ২: শহরের পথে বাঁশিওয়ালা

aryama das |

Mar 20, 2021 | 10:54 AM

এমন বাঁশির সুর, যা শুনে আপনিও দু-দণ্ড থমকে দাঁড়াবেন।

আমপানে গ্রামের বাড়ি ভেঙে যায়। আস্তানা খুইয়ে পরিবারের সবাইকে নিয়ে সুদূর কাকদ্বীপ থেকে কলকাতা আসেন তিনি। এখন রাস্তায় বাঁশি বাজিয়ে কোনও রকমে উপার্জন চলে তাঁর। এমন বাঁশির সুর, যা শুনে আপনিও দু-দণ্ড থমকে দাঁড়াবেন। এই সুর ভাইরাল হোক।