Jalpaiguri Cobra Rescue News: বাগানে লুকিয়ে দুজন
বাড়ির বাগানে ঘাপটি মেরে বসেছিলো মৃত্যু দূত। নজরে আসতেই হুলুস্থুল কান্ড। একই দিনে বানারহাট থেকে একটি বিশাল আকারের পাইথন ও একটি কিং কোবরা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বাড়ির বাগানে ঘাপটি মেরে বসেছিলো মৃত্যু দূত। নজরে আসতেই হুলুস্থুল কান্ড। একই দিনে লোকালয় থেকে একটি বিশাল আকারের পাইথন ও একটি কিং কোবরা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার বানারহাট ব্লকের অন্তর্গত গয়েরকাটা চা বাগান থেকে উদ্ধার হয় একটি প্রায় ১৭ ফিট লম্বা অজগর সাপ। সাপটিকে প্রথমে দেখতে পান বাগানের শ্রমিকরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বন কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে গেলে আতঙ্ক মুক্ত হন শ্রমিকরা। অন্যদিকে এদিন বিকালবেলা প্রধান পাড়া এলাকায় একটি বাড়ির পিছন থেকে উদ্ধার ৭ ফুট লম্বা একটি কিং কোবরা সাপ। প্রথমবার লোকালয়ে থেকে কিং কোবরা সব উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। সাপটিকে প্রথমে দেখতে পান বাড়ির মালিক দিলীপ রায়। সাথে সাথে তিনি বন কর্মীদের জানান। এরপর খবর পাওয়া মাত্রই বনকর্মী এবং পরিবেশপ্রেমীরা, তড়িঘড়ি ছুটে যান ঘটনাস্থলে উদ্ধার করেন কিং কোবরা সাপটিকে। এর আগে কখনো কিং কোবরা সাপ এই গ্রামে ঢুকেনি সাপ দেখতে পেরে গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। সব উদ্ধারের পর এখন আতঙ্ক মুক্ত গ্রাম। বনদপ্তরের সূত্রের খবর সাপ দুটি উদ্ধারের পর গরু মারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে ।