Arjun Kapoor- Malaika Arora: বেশ কিছু দিন ধরেই রটেছে বিচ্ছেদ হয়েছে অর্জুন কাপুর ও মালাইকা অরোরার
বিগত বেশ কিছু দিন ধরেই রটেছে বিচ্ছেদ হয়েছে অর্জুন কাপুর ও মালাইকা অরোরার। রটেছে অর্জুন মন দিয়েছেন কুশা কাপিলাকে।
‘রিমেক করেছি, ক্রাইম করিনি’
রাজ চক্রবর্তী মানেই কপিক্যাট! দক্ষিণী ছবির থেকে একের পর এক কপি করেছেন তিনি– তাঁর নামে এ হেন অভিযোগ কিন্তু নতুন নয়। এই সব অপবাদ নিয়ে রাজের বক্তব্য, “হ্যাঁ একটা সময় তো আমি রিমেক করতাম, করেছি, সেই জন্যই বলেছে। তাতে অসুবিধের কী হয়েছে? এখন করি না। কিন্তু ম্যাক্সিমাম পার্টটা এর আগে রিমেকই করেছি। আর সেটাই যদি কেউ বলে থাকেন,তবে তো কিছু ভুল বলেননি।”
ক্যানসারে আক্রান্ত পরিচালক
ক্যানসারে আক্রান্ত টলিপাড়ার পরিচালক অরুণ রায়। তবে শরীরে ক্যানসার এখনও প্রথম পর্যায়ে রয়েছে। চিকিৎসকদের পরামর্শমতো শুরু হয়েছে চিকিৎসাও। এই পুজোয় তাঁর ছবি ‘বাঘাযতীন’ মুক্তি পাবে। মুখ্য ভূমিকায় দেব।
চাঁদে জমি শুভ্রজিতের
চাঁদে জমি কিনলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্র। জমি কিনে উচ্ছ্বসিত তিনি। বলেন, “আদপে তো চাঁদে জমির মালিকানা হয় না। তবে এটার মাধ্যমে অন্তত এই লুনার ইন্টারন্যাশনাল সোসাইটিতে নাম থাকল। আর টেকনোলজির দ্রুত বিকাশ যেভাবে এগোচ্ছে, ভবিষ্যতে চাঁদে যাওয়া যেতেই পারে।”
বয়স লুকোতে নেই!
রোশনী ভট্টাচার্য– বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তিনি। মেয়েদের বয়স জানতে নেই প্রবাদকে বুড়ো আঙুল দেখিয়ে জন্মদিনে রোশনির বক্তব্য, “বসের মতো ২৯ বছরে পা দিচ্ছি,আরও এক বছরের জ্ঞান বাড়ল। আরও মজাদার হলাম। আমার টুয়েন্টিজের শেষ বছরটার সঙ্গে মোকাবিলা করার জন্য আমি তৈরি।”
স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রুতি
স্বামী স্বর্ণেন্দু সমাদ্দার নামজাদা পরিচালক। কিন্তু তাও একেবারে মাটির মানুষ তিনি। তাঁর মুড়ি চানাচুর খাওয়ার এক ভিডিয়ো পোস্ট করে এমনই লিখলেন অভিনেত্রী শ্রুতি দাস। লিখলেন, “সামাজিক মাধ্যমে বিলাসবহুল জীবনযাত্রা তুলে ধরা আদপে দেখনদারি ছাড়া আর কিছুই নয়। সাধারণ থাকাই আসল ধর্ম।”
ট্রোল্ড হলেন মোনালি
ফের একবার ট্রোলের মুখোমুখি মোনালি ঠাকুর। তাঁর ঠোঁটের আকার ও মেকআপ নিয়ে তীব্র কটাক্ষের সম্মুখীন হতে হল তাঁকে। ভক্তদের একটা প্রশ্ন, “নিজের সুমুখশ্রীকে এভাবে শেষ করে দিলেন কেন?”
বিচ্ছেদ বিতর্কে ইতি
বিগত বেশ কিছু দিন ধরেই রটেছে বিচ্ছেদ হয়েছে অর্জুন কাপুর ও মালাইকা অরোরার। রটেছে অর্জুন মন দিয়েছেন কুশা কাপিলাকে। এ নিয়ে যখন চলছে আলোচন তখন রবিবার একসঙ্গে লাঞ্চ ডেটে গেলেন এই জুটি। এরই পাশাপাশি যাবতীয় গুঞ্জনের করলেন ‘দি এন্ড’।
কেন প্রতিজ্ঞা ভাঙলেন বিজয়?
ভেবেছিলেন জীবনে কোনওদিন নায়িকার সঙ্গে প্রেম করবেন না। কিন্তু তা হয়নি। তামান্না ভাটিয়ার প্রেমে হাবুডাবু খাচ্ছেন বিজয় বর্মা। কী এমন জাদু করলেন তিনি? বিজয়ের কথায়, “যখন তামান্নার সঙ্গে দেখা হয় তখন বুঝতে পারলাম একজনের মধ্যে সবকিছু আছে, ও খেলা বোঝে, বোঝে ব্যবসা, শিল্প সাহিত্য সম্পর্কে যার ধারণা রয়েছে। একটা সিনেমা তৈরির যাবতীয় জ্ঞান ওর রয়েছে।” ব্যস দুইয়ে দুইয়ে চার, প্রেম জমে ক্ষীর।
কেন ক্ষমা চান ফারহা?
‘ম্যায় হু না’ মুক্তির ঠিক আগে সুস্মিতা সেনকে ফোন করে ক্ষমা চেয়েছিলেন ফারহা খান। কেন জানেন? ছবির ফাইনাল এডিটের সময় মিস চাঁদনী ওরফে সুস্মিতার অনেক দৃশ্যই বাদ চলে যায়। সেই কথা জানাতেই এই ক্ষমা চাওয়া। সে কথাই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন সুস্মিতা। সেদিন খারাপ লেগেছিল ঠিকই, কিন্তু ছবি মুক্তি পেতেই দর্শকদের ভালবাসায় তিনি আপ্লুত হয়ে পড়েন।