Triger Finger Disease: আপনার ট্রিগার ফিঙ্গার হয়নি তো?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 22, 2023 | 9:39 PM

প্রযুক্তির ব্যবহারের ফলে সারা দুনিয়ায় বাড়ছে বিভিন্ন রকমের অদ্ভুত রোগ। এই মুহূর্তে বিশ্বের দুই শতাংশ মানুষ আক্রান্ত টিগার ফিঙ্গারে। মোবাইল স্ক্রিন স্ক্রল করতে গিয়ে আঙুল ব্যথা বা আঙুলে কাঁটা ফুটছে এরকম ভাব কি হয় আপনার? টিগার ফিঙ্গারে এমনটাই হয়।

প্রযুক্তির ব্যবহারের ফলে সারা দুনিয়ায় বাড়ছে বিভিন্ন রকমের অদ্ভুত রোগ। এই মুহূর্তে বিশ্বের দুই শতাংশ মানুষ আক্রান্ত টিগার ফিঙ্গারে। মোবাইল স্ক্রিন স্ক্রল করতে গিয়ে আঙুল ব্যথা বা আঙুলে কাঁটা ফুটছে এরকম ভাব কি হয় আপনার? টিগার ফিঙ্গারে এমনটাই হয়।

আঙুল নাড়াতে গেলে টেনডনে প্রদাহ হয়। আঙ্গুল বাঁকাতে বা সোজা করতে গেলে প্রচন্ড ব্যথা। ব্যথা ছড়িয়ে পড়ে কব্জিতেও। আঙুলের ডগায় পিন ফোটানোর মত ব্যথা অনুভূত হয়। আঙ্গুলের স্নায়ুর উপর অতিরিক্ত চাপেই এই অবস্থার সৃষ্টি হয়।

যারা আর্থারাইটিস ও ডায়াবেটিসে ভোগেন তাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি, কিছুটা বেশি। এই রোগ থেকে নিজেকে দূরে রাখতে স্ক্রিনটাইম কমান।। ছুটির সময়ে সাইবার ডিটক্স করুন। এরকম হলে যত দ্রুত পারেন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। কিছুটা আরাম পেতে পারেন বরফ সেঁক দিলে।