IS Terrorist In India: মধ্যপ্রদেশে তৎপর কলকাতা পুলিশ, গ্রেফতার আইএস মডিউলের মাথা
Kolkata Police STF: জঙ্গি দমনে নয়া সাফল্য কলকাতা পুলিশের। আইএস মডিউলের মাথা আব্দুল রাকিব কুরেশিকে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
কলকাতা: জঙ্গি দমনে নয়া সাফল্য কলকাতা পুলিশের। আইএস মডিউলের মাথা আব্দুল রাকিব কুরেশিকে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সূত্রের খবর, কিছুদিন আগে হাওড়া থেকে ধৃত জঙ্গি সাদ্দামকে আইএস-এর সঙ্গে যুক্ত করে এই কুরেশিই। আপাতত কুরেশিকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।
মধ্যপ্রদেশ থেকে ধৃত আব্দুল রাকিব কুরেশি আগেও বিভিন্ন রকম জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। তার কাছে পাওয়া পেনড্রাইভ ও বিভিন্ন ডিজিটাল এভিডেন্স থেকে এটা স্পষ্ট যে জঙ্গি কার্যকলাপের সঙ্গে এরা যুক্ত ছিল। তবে কোথাও কোনও নাশকতা ছড়ানোর পরিকল্পনা ছিল কি না তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। তবে জানা গিয়েছে তারা অর্থ সংগ্রহ করছিল, অস্ত্র কেনার কাজ চালাচ্ছিল ও সংগঠন বাড়ানোর কাজ করছিল। এই সংগঠনের লিঙ্ক-ম্যান কে কে রয়েছে তা খোঁজারও চেষ্টা চালাচ্ছে এসটিএফ। যদিও এই মডিউলের শিকড় কতটা ছড়িয়েছে তা এখনও স্পষ্ট নয়।