Krrish 4 Of Hrithik Roshan: কবে আসছে হৃত্বিকের কৃষ ৪?

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jul 15, 2023 | 1:36 PM

হৃত্বিক রোশনের কৃষ ৪ কবে মুক্তি পাবে সেই নিয়ে দর্শকরা অপেক্ষায় আছেন। হৃত্বিকের কৃষ ছবিটি দর্শকদের খুব পছন্দের। এক কথায় বলা যায় সুপার হিট। তবে এখনই কৃষ ৪-এর কাজ শুরু হবে না। বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে। ছবির কাজ শুরু হতে পারে ২০২৪ এর শেষের দিকে।

হৃত্বিক রোশনের কৃষ ৪ কবে মুক্তি পাবে সেই নিয়ে দর্শকরা অপেক্ষায় আছেন। হৃত্বিকের কৃষ ছবিটি দর্শকদের খুব পছন্দের। এক কথায় বলা যায় সুপার হিট। তবে এখনই কৃষ ৪-এর কাজ শুরু হবে না। বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে। ছবির কাজ শুরু হতে পারে ২০২৪ এর শেষের দিকে। কারণ হৃত্বিক রোশন এখন ব্যস্ত বেশ কিছু প্রজেক্ট নিয়ে। কৃষ ছবির চিত্রনাট্য লিখছেন সঞ্জয় মাসুম। তিনি একটি সাক্ষাৎকারের জানিয়েছেন, এই ছবির বিষয়ে খুব উত্তেজিত। এই ছবির কাজ করার সময় একটা টেনশন হয় । সঞ্জয় জানিয়েছেন, বলিউডে এই ছবি ছিল প্রথম সুপার হিরোর। তাই খুব সর্তক হয়ে তাঁকে কাজ করতে হয়েছিল। তিনি অনেক পরিশ্রম করেছেন কৃষ ছবির জন্য । কৃষ ছবির সংলাপ সবটাই তিনি লিখেছিলেন। এবারও তাঁর হাতে সেই দায়িত্ব। সঞ্জয় জানিয়েছেন তিনি তাঁর সেরাটা দিতে চান এই ছবিতে।