Ranveer Deepika: রণবীর-দীপিকার বিচ্ছেদ?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 15, 2023 | 1:30 PM

Bollywood Gossip: এই ছবি সুপারহিট। দীপিকা আগামী ছবিতে কাজ করেছেন প্রভাস ও হৃতিকের সঙ্গে। কিছুদিন পর রণবীরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানী’ছবিটি মুক্তি পাবে।

কিছু দিন ধরে বলিপাড়ায় রটেছে রণবীর ও দীপিকার বিচ্ছেদের খবর। ইনস্টাগ্রামে বিয়ের ছবি মুছে ফেলার মতো ঘটনাও ঘটেছে। এমনকি রণবীরকে ছাড়াই দীপিকা কখনও পৌঁছে গেছেন ইভেন্টে। কিন্তু আবার তাঁদের দেখা গেছে হাসিমুখে একসঙ্গে ছবি পোস্ট করতে। ৬ জুলাই ছিল রণবীরের জন্মদিন। বিভিন্ন জায়গা থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয় রণবীরকে। কিন্তু একদিন কেটে গেলেও দীপিকার প্রোফাইল থেকে কোনও শুভেচ্ছা বার্তা আসেনি তাঁর কাছে । এই ঘটনা দেখে ছড়িয়েছে গুজব। অনেকেই মনে করছেন, তাঁরা হয়তো পাবলিসিটির জন্য করেছেন। এবছরের শুরুতে ‘পাঠান’ ছবি করেছেন দীপিকা । এই ছবি সুপারহিট। দীপিকা আগামী ছবিতে কাজ করেছেন প্রভাস ও হৃতিকের সঙ্গে। কিছুদিন পর রণবীরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানী’ছবিটি মুক্তি পাবে।